NZ vs PAK: রেকর্ড গড়ে ঝোড়ো শতরান অ্যালেনের, তৃতীয় টি-টোয়েন্টিতেও পাক বধ কিউয়িদের

NZ vs PAK: রেকর্ড গড়ে ঝোড়ো শতরান অ্যালেনের, তৃতীয় টি-টোয়েন্টিতেও পাক বধ কিউয়িদের

ডুনেডিন: পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি (T20 Series) ম্যাচেও জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড (New Zeland)। আর সেই ম্য়াচে নতুন রেকর্ড গড়লেন কিউয়ি ব্য়াটার ফিন অ্যালেন (Finn Allen)। ম্যাচে ৬২ বলে ১৩৭ রানের ঝোড়ো শতরানের ইনিংস খেলেন অ্যালেন। এই ইনিংসটি খেলার সঙ্গে সঙ্গেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কিউয়ি ব্য়াটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেললেন তরুণ ডানহাতি ব্যাটার। ম্যাচে ১৬টি ছক্কা হাঁকান অ্যালেন।

২০১২ সালে পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ১২৩ রানের ইনিংস খেলেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। এতদিন পর্যন্ত নিউজিল্যান্ডের কোনও ব্যাটারের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটাই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রান। ১২ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন ফিন অ্যালেন। এদিনের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড ৭ উইকেটের বিনিময়ে ২২৪ রান বোর্ডে তুলেছিল। জবাবে ব্য়াটিং করতে নেমে পাকিস্তান শিবির ১৭৯/৭।

ফিন অ্য়ালেন ৫টি বাউন্ডারি ও ১৬ টি ওভার বাউন্ডারি হাঁকান। ২২১ এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। টিম সেইফার্ট ২৩ বলে ৩১ রানের ইনিংস খেলেন।

আজ ভারত-আফগানিস্তান তৃতীয় টি-টোয়েন্টি

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দুই ম্য়াচে দুই দাপুটে জয়ে তিন ম্যাচের সিরিজ় ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে ভারতীয় দল। আপাত অর্থে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইব্রাহিম জাদরানদের বিরুদ্ধে সিরিজ়ের তৃতীয় টি-টোয়েন্টি (IND vs AFG 3rd T20I) তাই নিয়মরক্ষারই। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই টিম ইন্ডিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ, যা এই ম্যাচকে বাড়তি গুরুত্ব প্রদান করছে।

চিন্নাস্বামীর ছোট মাঠ, ব্যাটিং সহায়ক পিচে রান রোখা বোলারদের জন্য বড় চ্য়ালেঞ্জ হতে চলেছে। অবশ্য অর্শদীপ সিংহ কিন্তু এক্ষেত্রে ইতিবাচক দিকটাই দেখছেন। তাঁর মতে এই মাঠে রান করার জন্য ব্যাটাররা চাপে থাকবেন এবং তার থেকে উইকেট পাওয়ার সম্ভাবনাও বাড়বে। তিনি ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এই পরিস্থিতিতে বোলারদের থেকে ব্যাটাররাই বেশি চাপে থাকে। বোলার হিসাবে আমাদের এহেন পরিস্থিতিতে হারানোর তেমন কিছু থাকে না। ব্যাটারদের জন্য কিন্তু বিষয়টা উল্টো। ওরা সবসময় এমন মাঠে আরও বেশি করে বাউন্ডারি মারার চাপে থাকে। এক্ষেত্রে ব্যাটাররা বেশি ঝুঁকি নিতে গেলে, অধিক উইকেট পাওয়ার সম্ভাবনাও তো থাকে। সুতরাং, পাটা পিচ এবং ছোট বাউন্ডারির মাঠে ব্যাটার আউট করার সুযোগ যে কোনও সময় আসতে পারে।’

(Feed Source: abplive.com)