আন্তর্জাতিক কোর্টে গাজা নিয়ে বড় নির্দেশের পরই ৩ পণবন্দির ভিডিয়ো প্রকাশ হামাসের

আন্তর্জাতিক কোর্টে গাজা নিয়ে বড় নির্দেশের পরই ৩ পণবন্দির ভিডিয়ো প্রকাশ হামাসের

গাজায় ইজরায়েলের পদক্ষেপ নিয়ে আজই ইজরায়েলকে বড় নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত। এদিকে, তারই মাঝে এক রিপোর্ট দাবি করছে যে হামাস জঙ্গি গোষ্ঠী তাদের হাতে পণবন্দি তিন জনের ভিডিয়ো প্রকাশ করেছে। আগেই হামাস জানিয়েছিল যে আন্তর্জাতিক আদালত যে রায় দেবে, সেই রায় তারা মাথা পেতে নেবে। এরপর আজ আন্তর্জাতিক আদালত সাফ জানিয়েছে, যাতে হামাস ছেড়ে দেয় পণবন্দিদের।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলার এক নৃশংস উদাহরণ রেখেছে হামাস। সেদেশের বহুজনকেই এখনও পণবন্দি করে রেখেছে হামাস। এদিকে, গাজায় ঢুকে হামাসকে টার্গেট করে চলেছে ইজরায়েল। আন্তর্জাতিক আদালতে সেই প্রেক্ষিতে দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার আর্জির মামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক আদালত জানিয়েছে, অবিলম্বে গাজায় গণহত্যা রুখতে হবে। তা নিশ্চিত করতে হবে ইজরায়েলকে। আর এই বিষয়ে আদালতে ইজরায়েল একমাসের মধ্যে রিপোর্ট করবে বলেও জানিয়েছে আদালত। এই ঘটনাকে মামলাকারী দক্ষিণ আফ্রিকা নিজেদের জয় বলে মনে করছে। সংবাদ সংস্থা এফপি দাবি করছে, যে তিনজন পণবন্দি মহিলার ছবি প্রকাশ করেছে হামাস, তারা সকলেই হামাসের হাতে গত ৭ অক্টোবর অপহৃত হয়েছেন। পাঁচ মিনিটের ভিডিওতে যে মহিলারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে দুজন বলেছেন যে তারা ইসরায়েলি সেনায় ছিলেন, এবং তৃতীয়জন বলেছেন যে তিনি একজন অসামরিক ব্য়ক্তিত্ব। মহিলাদের দাবি যে তাঁদের ১০৭ দিন ধরে আটকে রাখা হয়েছিল। মনে করা হচ্ছে ভিডিওটি রবিবার শুট করা হয়ে থাকতে পারে। কারণ সেই অনুযায়ী ৭ অক্টোবর থেকে ১০৭ দিন হচ্ছে গত রবিবার। এদিকে, আন্তর্জাতিক আদালতে রায়ের পরই এই ভিডিয়ো হামাস প্রকাশ করায় তা নিয়ে চলছে আলোচনা। গাজায় গণহত্যার যে কোনো কাজ ঠেকাতে ইসরায়েলের যথাসাধ্য করা উচিত বলে জাতিসংঘের শীর্ষ আদালতের রায়ের পরপরই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। আদালত ৭ অক্টোবর হামলার সময় অপহৃতদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে।  এবিষয়ে হামাসের কাথে গিয়েছে স্পষ্ট বার্তা।

এদিকে গাজায় সদ্য এমন একটি সুড়ঙ্গ  খুঁজে পেয়েছে ইজরায়েল সেনা, যেখানে মনে করা হচ্ছে অন্তত ২০ জন পণবন্দিকে হামাস জঙ্গিরা আটকে রেখেছিল। সেই সুড়ঙ্গে আলো বা অক্সিজেন পৌঁছানোও বেশ কঠিন বলে দাবি ইজরায়েলের। সেই সুড়ঙ্গের সঙ্গে এক হামাস জঙ্গির বাড়িও সংযুক্ত বলে জানা গিয়েছে।

(Feed Source: hindustantimes.com)