মাধ্যমিকের ইতিহাস নিয়ে টেনশন? চাপের কোনও বিষয়ই নেই, টিপস দিলেন শিক্ষক

মাধ্যমিকের ইতিহাস নিয়ে টেনশন? চাপের কোনও বিষয়ই নেই, টিপস দিলেন শিক্ষক

প্রথমেই বলে রাখি, টেক্সট বই খুব খুঁটিয়ে ভালো করে পড়তে হবে, আগের তুলনায় প্রশ্নের ধরন কিছুটা পরিবর্তিত হয়েছে, সেদিকে যেন ছাত্রছাত্রীরা নজর রাখে। পরীক্ষার মাত্রই কয়েকদিন বাকি, এই সময়ের মধ্যে আলাদা করে সাজেশন-ভিত্তিক পড়ার কোনও প্রয়োজন নেই। তবে অবশ্যই টেস্ট পেপার ভালো করে খুঁটিয়ে দেখবে। তবে এর বাইরেও অনেক সময় কিছু প্রশ্ন আসে, তবে তা এক থেকে দুই শতাংশ।

কোন অধ্যায়গুলো আপনি ভালো করে পড়তে বলবেন ছাত্রছাত্রীদের?

পর্ষদের নির্দেশিকা রয়েছে, সেই অনুযায়ী সমস্ত অধ্যায়ই ভালো করে পড়তে হবে। শেষ কয়েক বছরে একটা প্রবণতা দেখা যাচ্ছে, যে প্রশ্নগুলো আমরা চার নম্বরের মত করে তৈরি করছি, সেগুলো আট নম্বরে চলে আসছে। আবার যে প্রশ্নগুলো আমরা দুই নম্বরের মতো উত্তর তৈরি করে রাখছি, সেগুলো চার নম্বরে আসছে। ফলে সার্বিকভাবে প্রস্তুতির প্রয়োজন আছে। সবথেকে ভালো হয় গুরুত্বপূর্ণ প্রতিটা প্রশ্নের জন্যই একটা নোট বানিয়ে রাখা। তাহলে সমস্যায় পড়তে হবে না।

তবে এ বছরের ক্ষেত্রে বলব, মহাবিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহের মতো অধ্যায়গুলি খুব ভালো করে পড়তে। কেবল বিদ্রোহের কারণ নয়, বিদ্রোহের একেবারে শুরুর সময় থেকে তার ফলাফল, সমস্তটাই ভালো করে পড়তে হবে। বিভিন্ন বিদ্রোহগুলিতে নারীদের কী অবদান ছিল, সেই বিষয়টি ভালো করে পড়ে রাখা প্রয়োজন। এছাড়া আমি বলব, বিদ্যাসাগর বা রবীন্দ্রনাথ শিক্ষা ব্যবস্থার প্রসারে কী ভূমিকা নিয়েছিলেন, সেই বিষয়টি ভালো করে দেখতে।

ইতিহাসের প্রশ্ন বরাবরই একটু বেশি বড় হয়, সেই বিষয়ে কী বলবেন? কিভাবে ওরা উত্তর পত্রটা তৈরি করবে?

উত্তরপত্র তৈরি ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে এমসিকিউ বা এসএকিউয়ের উত্তর আগে দিয়ে নিতে হবে, কারণ পরে সময় নাও থাকতে পারে। তারপরে আমাদের বড় প্রশ্নে হাত দিতে হবে। অবশ্যই এ কথা ঠিক ইতিহাস লিখতে গেলে উত্তরগুলো একটু বড় আকারের হয় ফলে আমাদের একটু দ্রুততার সঙ্গে লিখতে হবে। খাতা যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। প্রথমে শর্ট কোয়েশ্চেন করার পর দুই নম্বরের প্রশ্ন লেখার পরে আমরা আট নম্বরের প্রশ্নগুলি লিখব। বড় প্রশ্ন লেখার সময় সব সময় মাথায় রাখতে হবে মূল্যায়ন এবং শুরুর ইন্ট্রোডাকশন যেন প্রশ্নের সঙ্গে থাকে এবং পয়েন্টভিত্তিক উত্তর লেখার চেষ্টা করব আমরা। দাগ নম্বর অবশ্যই ঠিক হতে হবে।

এছাড়া ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী উদ্বাস্তু সমস্যা নিয়ে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এছাড়া মতুয়া সমাজ নিয়েও আমাদের ভালো করে পড়তে হবে। মাঝে আর কয়েকদিন বাকি, পরীক্ষা ভালো হবে আশা করি। বেস্ট অফ লাক।

(Feed Source: hindustantimes.com)