সোশালের নামে কলেজের টাকা নিয়ে ‘উধাও’ টিএমসিপি নেতা? অস্বীকার অভিযুক্তের

সোশালের নামে কলেজের টাকা নিয়ে ‘উধাও’ টিএমসিপি নেতা? অস্বীকার অভিযুক্তের

সন্দীপ সরকার, কলকাতা: সোশালের নামে কলেজের ৪ লক্ষ টাকা নিয়ে ‘উধাও’ টিএমসিপি নেতা (TMCP Leader Dupes 4 Lakh Rupees)! আমহার্স্ট স্ট্রিটে আনন্দ মোহন কলেজে (Ananda Mohan College) নেতার বিরুদ্ধে দলীয় কর্মীদেরই বিক্ষোভ! টাকা ফেরত চেয়ে টিএমসিপি নেতা বিবেক সিংহকে পরের পর চিঠি অধ্যক্ষের। টাকা ফেরতের কথা বলেও না দেওয়ার অভিযোগ রয়েছে টিএমসিপি নেতার বিরুদ্ধে। ‘ফান্ডে’ আর টাকা না থাকায় আপাতত বন্ধ কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবাদে অধ্যক্ষের ঘরের বাইরে বিক্ষোভ দেখাল তৃণমূলের ছাত্র পরিষদই। কোনও টাকা আত্মসাৎ করিনি, দাবি অভিযুক্ত টিএমসিপি নেতা বিবেক সিংহের।

বিশদ…
অধ্যক্ষের বক্তব্য, ‘৭দিনের মধ্যে টাকা ফেরত চেয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চিঠি দেওয়া হয়েছিল। টাকা ফেরাতে চেয়ে ফেব্রুয়ারি পর্যন্ত সময় নেন অভিযুক্ত ছাত্র নেতা।’ কিন্তু তাঁকে ৪  লক্ষ টাকা দেওয়া হয়েছিল কেন? অধ্যক্ষের যুক্তি, ‘ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, ছাত্র সংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই। তাই ইউনিট প্রেসিডেন্ট হিসেবে বিবেক সিংহের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়।’ পরিচালন সমিতির সিদ্ধান্ত অনুযায়ীই টিএমসিপি নেতার অ্যাকাউন্টে টাকা গিয়েছিল, আরও দাবি অধ্যক্ষের। এই নিয়ে শোরগোল হতেই অভিযুক্ত বিবেক সিংহের পাল্টা দাবি, ‘কোনও টাকা আত্মসাৎ করিনি। বিভিন্ন কারণে অনুষ্ঠান করা যায়নি। ফেব্রুয়ারিতে হবে।’ কিন্তু তাঁর নিজের দলের লোকেরাই বিক্ষোভ দেখালেন কেন? অভিযুক্তের যুক্তি, ‘যারা বিক্ষোভ দেখিয়েছে, তারা নয়। আমরাই প্রকৃত টিএমসিপি।’ সব মিলিয়ে তুমুল হট্টগোল কলকাতার এই কলেজে।

অভিযুক্ত নেতা সম্পর্কে…
কলেজ সূত্রে খবর, বিবেক সিংহ আনন্দ মোহন কলেজের প্রাক্তন ছাত্র। গত বছর এপ্রিল মাসে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার জন্য তাঁকে ৪ লক্ষ টাকার ‘অ্যাকাউন্ট পেয়ি’ চেক দেওয়া হয় বলে খবর। এপ্রিল থেকে চলতি মাস পর্যন্ত তিন দফায় ওই অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও নানা কারণে তা করা হয়নি। অভিযোগ, ওই ৪ লক্ষ টাকাও ফেরত দেননি বিবেক সিংহ। অধ্যক্ষ টাকা ফেরাতে যথেষ্ট পদক্ষেপ করেননি, এই অভিযোগে মঙ্গলবার কলেজের বর্তমান পড়ুয়াদের একাংশ তাঁর ঘরের সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীরাও নিজেদের টিএমসিপি বলে দাবি করেন।
গত ডিসেম্বরে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি। আজও হওয়ার কথা ছিল। কিন্তু শেষমেশ হল না। এবার বিক্ষোভের ঢেউ কলেজের অধ্যক্ষের ঘরের সামনে। যদিও এই বিক্ষোভকারীদের প্রকৃত তৃণমূল ছাত্র পরিষদ বলতে নারাজ বিবেক।

(Feed Source: abplive.com)