মাছ ধরতে বেরিয়ে অপহৃত, ট্রলার ছিনতাই, জলদস্যুদের হাত থেকে পাক নাবিকদের উদ্ধার করল ভারত

মাছ ধরতে বেরিয়ে অপহৃত, ট্রলার ছিনতাই, জলদস্যুদের হাত থেকে পাক নাবিকদের উদ্ধার করল ভারত

নয়াদিল্লি: জলদস্যুদের হাতে অপহৃত পাকিস্তানি নাবিকদের উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী। মাছ ধরতে বেরিয়েছিলেন পাক নাবিকরা। সোমবার সোমালিয়া উপকূলের কাছে ছিলেন তাঁরা। সেই অবস্থায় তাঁদের মাছ ধরার ট্রলার ছিনতাই করে জলদস্যুরা।  বিষয়টি নজরে আসতেই ছুটে যায় ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS সুমিত্রা (INS Sumitra)। জলদস্য়ুদের হাত থেকে পাক নাবিকদের উদ্ধার করা হয়। এই নিয়ে, গত ৩৬ ঘণ্টায় দ্বিতীয় জলদস্যু বিরোধী অভিযানে সফল হল ভারতের যুদ্ধজাহাজটি। (Pakistani Sailors Kidnapped)

জানা গিয়েছে, কোচি উপকূল থেকে ৮০০ মাইল দূরে থাকা অবস্থায়, আরব সাগরে ছিনতাই হওয়া মাছ ধরার ট্রলারটি চোখে পড়ে ভারতীয় নৌবাহিনীর। নোবাহিনীর মেরিন কম্যান্ডোরা জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে নামেন। জলদস্যুদের সকলের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। বেশ কিছুদিন ধরেই জলদস্যুদের উৎপাত বেড়ে গিয়েছে। ভারত মহাসাগর অঞ্চলের একাধিক জায়গায় তাই ভারতীয় যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। তাতেই জলদস্যুদের বিরুদ্ধে সাফল্য পেল নৌবাহিনী।

এর আগে, রবিবার রাতেও বিপদবার্তা পেয়ে ছুটে যায় INS সুমিত্রা। একটি মাছ ধরার জাহাজ থেকে বিপদবার্তা এসে পৌঁছেছিল। সেটিকেও জলদস্য়ুদের হাত থেকে রক্ষা করা হয়। তার পরই সোমবার জলদস্যুদের হাত থেকে পাক নাবিকদের উদ্ধার করা হল। জানা গিয়েছে, ইরানের পতাকা লাগানো ‘আল নইমি’ নামের একটি মাছ ধরার জাহাজ ছিনতাই করে জলদস্যুরা। জাহাজের ১৯ জন কর্মীকে পণবন্দি করে তারা, যাঁরা প্রত্যেকেই পাকিস্তানি নাগরিক।

বিপদবার্তা পেয়েই ‘আল নইমি’র উদ্দেশে রওনা দেয় ভারতের INS সুমিত্রা। জলদস্যুদের বাধ্য করা হয় পণবন্দি সকলকে ছেড়ে দিতে। নৌবাহিনীর তরফে লিখিত বিবৃতি জারি করে বলা হয়, ‘২৯ এবং তার আগে ২৪ জানুয়ারি বিপদ বার্তা পেয়ে ছুটে যায় INS সুমিত্রা। জলদস্যুদেপর বাধ্য করা হয় পণবন্দি সকলকে ছেড়ে দিতে। তার পর আলো ফেলে, নিরাপদে পণবন্দী সকলকে উদ্ধার করা হয়। সকলে ঠিক আছেন কিনা খতিয়ে দেখা হয়। তল্লাশিও চালানো হয় ছিনতাই হওয়া জাহাজটিতে’। সোমালিয়ার জলদস্যুরাই জাহাজটি ছিনতাই করে বলে জানানো হয়েছে। ভারতীয় নৌবাহিনীর সামনে আত্মসমর্পণ করে জলদস্যুরা।

এর আগে, রবিবার যে অভিযানে সাফল্য পায় ভারতীয় নৌবাহিনী, সেক্ষেত্রেও ইরানের পতাকা লাগানো একটি ট্রলার ছিনতাই করে জলদস্যুরা। বিপদবার্তা পেয়ে ছুটে যায় INS সুমিত্রা। সেবারও সোমালি জলদস্যুরাই ট্রলার ছিনতাই করে। পণবন্দি করে ১৭ জনকে, যাঁরা প্রত্যেকেই ইরানের নাগরিক। তাঁদেরও নিরাপদে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। INS সুমিত্রা ভারতীয় নৌবাহিনীর নজরদারি চালানোর যুদ্ধজাহাজ। উপকূলের নিরাপত্তায় সেটিকে সোমালিয়ার পূ্বে এডেন উপসাগরে মোতায়েন করা হয়েছে। গত শনিবার ভারতীয় নৌবাহিবীর ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যুদ্ধজাহাজ INS বিশাখাপত্তনম একটি জাহাজকে ভস্মীভূত হওয়ার হাত থেকে রক্ষা করে।

(Feed Source: abplive.com)