Boat Sinking: ভয়ংকর ঝড়ে উলটে গেল নৌকা! সমুদ্রে ডুবে হাড়হিম মৃ*ত্যু কমপক্ষে ৬৮… নিখোঁজ…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইয়েমেনে ভয়ংকর দুর্ঘটনা। পরিযায়ীবাহী নৌকা রবিবার ইয়েমেন উপকূলে ডুবে যায়। তাতে অন্তত ৬৮ জন আফ্রিকান পরিযায়ীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৭৪ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। ইয়েমেনের উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত মাত্র ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে— যাদের মধ্যে ৯ জন ইথিওপিয়ার নাগরিক এবং একজন ইয়েমেনি। তিনি বলেন, ‘অন্য অনেকেই এখনও নিখোঁজ,’ এবং উদ্ধার অভিযান রাত পর্যন্ত চলতে থাকে। ঝড় ও প্রবল হাওয়ার কারণে নৌকাটি উল্টে যায়। ইয়েমেনের স্থানীয় সংবাদ সূত্রের…



