ছয়দিনেই ১৩০ কোটি পার! মঙ্গলে ৭.৭৫ কোটি আয় করে মোট কত ঘরে তুলল হৃতিকের ‘ফাইটার’

ছয়দিনেই ১৩০ কোটি পার! মঙ্গলে ৭.৭৫ কোটি আয় করে মোট কত ঘরে তুলল হৃতিকের ‘ফাইটার’

পাকিস্তানে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের দমন করার মন্ত্রেই যেন বাজিমাত! ফাইটার মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে মোটের উপর ভালোই ব্যবসা করে চলেছে। ছয়দিনের মধ্যেই এই ছবি টপকে গিয়েছে ১৩০ কোটির গণ্ডি।

ফাইটার ছবির বক্স অফিস কালেকশন

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ফাইটার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন। তাঁদের এই ছবিটি মঙ্গলবার অর্থাৎ ৩০ জানুয়ারি বক্স অফিসে ৭.৭৫ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ বর্তমানে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১৩৪.২৫ কোটি টাকায়।

মুক্তি পাওয়ার দিন অর্থাৎ ২৫ জানুয়ারি বৃহস্পতিবার এটি বক্স অফিসে ২২.৫ কোটি টাকা আয় করেছিল। এরপর প্রজাতন্ত্র দিবসের দিন, শুক্রবার সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ৩৯.৫ কোটি টাকা। তবে শনি, রবিবার আসতেই সেটা অনেকটা আবার কমে যায়। শনিবার ফাইটার বক্স অফিসে মাত্র ২৭.৫ কোটি এবং রবিবার ২৯ কোটি টাকা আয় করে। এরপর সপ্তাহের শুরুতেই এক ধাক্কায় ফের অনেকটাই কমে যায় আয়ের পরিমাণ। সোমবার, ২৯ জানুয়ারি এই ছবি ঘরে মাত্র ৮ কোটি তোলে যা মঙ্গলবার আরও একটু কমে হয় ৭.৭৫ কোটি টাকা।

ফাইটার প্রসঙ্গে

২৫ জানুয়ারি মুক্তি পেল ফাইটার। সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করেছেন এই ছবির। এটি একটি এরিয়াল অ্যাকশন মুভি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, অনিল কাপুর, প্রমুখ। গত বছরও একই দিনে মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান। সেটাও ছিল দেশাত্মবোধক একটি ছবি। তবে সেটার তুলনায় এখানে দেশাত্মবোধের পাঞ্চ অনেক বেশি।

ফাইটার রিভিউ

প্রজাতন্ত্র দিবসের ঠিক মুখে মুক্তি পাওয়া সিদ্ধার্থ আনন্দের ফাইটার দেশাত্মবোধের চেতনাকে আরও একবার এভাবেই উসকে দিল। গায়ে কাঁটা দেওয়ার মতো, দেশকে নতুন করে যেন ভালোবাসতে শেখাবে এই ছবি। হৃতিক দীপিকা জুটির প্রথম এই ছবি মাশাআল্লাহ ফাটাফাটি! অভিনয়ও দুর্দান্ত। অনিল কাপুর থেকে শুরু করে, হৃতিক দীপিকা তো বটেই অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, প্রমুখরা কেউ কম যাননি। এ বলে আমায় দেখে তো ও বলে আমায়, এমন অবস্থা। ক্যামেরার কাজ টেকনিক্যাল খুঁটিনাটি বেশ ভালো। একাধিক সিন তো আলাদা ভাবে নজর কেড়েছে। ছবির শেষ ভাগে ইমোশনাল বিল্ড আপ খুব সুন্দর ভাবে হয়েছে। তবে সব কিছুর মধ্যে রামন চিব এবং সিদ্ধার্থ আনন্দের মিলিত ভাবে লেখা এই ছবির স্ক্রিপ্ট সব থেকে ভালো। ডায়লগগুলো গায়ে কাঁটা দেওয়ার মতোই। ফলে এবারের প্রজাতন্ত্র দিবস বা তার ঠিক পরের উইকেন্ডে এই ছবি দেখে আসতেই পারেন।

(Feed Source: hindustantimes.com)