রোহিতদের ব্যর্থতার দিনেও কোন মন্ত্রে আসল সাফল্য, দ্বিতীয় টেস্টের প্রথম দিনশেষে জানালেন যশস্বী

রোহিতদের ব্যর্থতার দিনেও কোন মন্ত্রে আসল সাফল্য, দ্বিতীয় টেস্টের প্রথম দিনশেষে জানালেন যশস্বী
বিশাখাপত্তনম: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের (IND vs ENG 2nd Test) প্রথম দিনে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) প্রমাণ করে দিলেন কেন তাঁকে পরবর্তী প্রজন্মের সুপারস্টার হিসাবে গণ্য করা হচ্ছে। ভারতের কোনও ব্যাটার যেদিন অর্ধশতরানের গণ্ডিও পার করতে পারলেন না, সেদিন যশস্বী একাই অপরাজিত ১৭৯ রানের চোখধাঁধানো ইনিংস খেললেন। তাঁর ব্যাটে ভর করেই প্রথম দিনশেষে ভারত ছয় উইকেটের বিনিময়ে ৩৩৬ রান তুলল।

যেখানে সিংহভাগ ব্যাটাররা ব্যর্থ হলেন, সেখানে কোন মন্ত্রে দিনের শুরু থেকে শেষ অবধি যশস্বী ক্রিজে টিকে থাকতে পারলেন? প্রথম দিনের খেলা শেষে তরুণ ভারতীয় ব্যাটার জানান তিনি তাড়হুড়ো না করে একটা একটা সেশন ধরে এগোনোর পরিকল্পনা করেছিলেন। তিনি বলেন, ‘আমি এক এক সেশন ধরে এগোতে চেয়েছিলাম। ওরা যে সময় ভাল বল করছিল, সেই সময় ক্রিজ আঁকড়ে ধরে আমি টিকে থাকার পরিকল্পনায় ছিলাম। শুরুর দিকে পিচটা স্যাঁতস্যাঁতে ছিল এবং বল সিম হওয়ার পাশাপাশি স্পিন এবং বাউন্স হচ্ছিল। তবে আমি শেষ অবধি টিকে থাকতে চেয়েছিলাম এবং শুধু খারাপ বলগুলির বিরুদ্ধে রান করার তাক করছিলাম। ইনিংসের শেষ অবধি টিকে থেকে বর্তমানে যা স্কোর রয়েছে, তাঁর দ্বিগুণ করতে আগ্রহী আমি।’

যশস্বীর ইনিংসে রক্ষণ এবং আক্রমণের সুন্দর মিশ্রণ দেখা যায়। শুরুর দিকে তিনি যেখানে দেখেশুনে ব্যাট করছিলেন, সেখানে সেট হওয়ার পর আগ্রাসী মনোভাব নেন। ৪৫তম ওভারে তো টম হার্টলির বিরুদ্ধে নাগাড়ে তিনটি চারও মারেন। তাঁর ১৭৯ রানের ইনিংসে স্ট্রাইক রেট ছিল প্রায় ৭০।

‘আমি আপাতত কালকের জন্য দ্রুত সুস্থ হতে চাই। দিনের শুরুতে পিচ স্যাঁতস্যাঁতে ছিল, কিন্তু তারপর পিচের চরিত্র বদল হয় এবং রান করাটা তুলনামূলক সহজ হয়। পুরনো বলেও পিচে খানিক বাউন্স ছিল। রাহুল স্যর এবং রোহিত ভাই আমায় সবসময় আত্মবিশ্বাস জোগান। ওঁরা আমায় এই ইনিংসটাকে আরও বড় রানে রূপান্তরিত করার পরামর্শ দিয়েছেন।’ বলেন যশস্বী।

(Feed Source: abplive.com)