‘মায়ের মতো…’! শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে আপ্লুত স্বস্তিকা, করলেন রান্নার প্রশংসা

‘মায়ের মতো…’! শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে আপ্লুত স্বস্তিকা, করলেন রান্নার প্রশংসা

সপ্তাহখানেক আগেই শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিস থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন তিনি সামাজিক মাধ্যমে। স্বস্তিকার ভাগ করা ছবিতে দেখা গেল, মমতা শংকর, শর্মিলা ঠাকুরদেরও।

‘বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, ম্যাম শেখ হাসিনার সঙ্গে দেখা করার আমন্ত্রণ পেয়ে অভিভূত। এটি একটি দুর্দান্ত সময় ছিল এবং তাঁর নিজস্ব বাসভবনে তাঁর সঙ্গে এক ঘন্টা কাটানো আমাদের জন্য বিশাল সম্মানের বিষয় ছিল। শর্মিলা ঠাকুর ম্যাম এবং মম পিসি (মমতা শঙ্কর) এবং ডক্টর সোহিনী ঘোষের সঙ্গে আমার দেশের অকুতোভয় ব্যক্তিদের সঙ্গে একই জায়গায় থাকা আমার জন্য একটি গর্বের মুহূর্ত ছিল। আমি তার বাসভবনে ঢাকার সেরা সুস্বাদু খাবার খেয়েছিলাম। আর ওরকম চা তো আমি আগে কখনও খাইনি।’, লিখলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

স্বস্তিকা মুখোপাধ্যায়ের পোস্টে এল শেখ হাসিনার প্রশংসাও। অভিনেত্রী লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ব্যবহার নম্র, মার্জিত ও করুণ। তিনি অন্য মায়ের মতো আমাদের সঙ্গে তাঁর সন্তানদের সম্পর্কেও কথা বলেছেন। আমি নিজেকে গর্বিত মনে করি। আমার বাবা-মা এখানে, এই যাত্রার অংশ হলে যারপরনাই খুশি হতাম।’

এর আগেও বাংলাদেশ সফর নিয়ে লম্বা পোস্ট এসেছিল অভিনেত্রী স্বস্তিকার তরফে। পড়শি দেশে হওয়া ঢাকা চলচ্চিত্র উৎসবে সামিল হয়েছিলেন। এমনকী, অভিনেত্রীকে বলতে শোনা যায়, ভারতের থেকে বাংলাদেশের মানুষ তাঁকে অনেক বেশি ভালোবাসে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় স্বস্তিকা অভিনীত ‘বিজয়ার পরে’।আগামী এপ্রিল মাসে আবারও ঢাকায় আসার কথা রয়েছে তাঁর। তরুণ পরিচালক কামরুল ইসলামের ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় অভিনয় করবেন তিনি। খবর আরও একটি সিনেমায় অভিনয়ের কথাও নাকি চলছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে হাজির হয়েছিলেন শর্মিলা, স্বস্তিকা ও মমতাশঙ্কর-রা। ঘণ্টাখানেক সময় একসঙ্গে কাটান তাঁরা। এদিনকার বৈঠকে আরও ছিলেন জাতীয় সংসদের সদস্য শাহরিয়ার আলম ও ‘রেনবো ফিল্ম সোসাইটি’র সভাপতি আহমেদ মুজতবা জাবাল।

দীর্ঘদিন পর বাংলায় কাজ করছেন শর্মিলা ঠাকুর। ‘পুরাতন’ ছবিতে অভিনয় করছেন তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-র সঙ্গে। অন্য দিকে, সদ্য মুক্তি পেয়েছে ‘বিজয়ার পরে’ ছবিটি। সেই ছবিতে মা-মেয়ের ভূমিকায় দেখা গিয়েছে স্বস্তিকা ও মমতাশঙ্করকে। বাংলার বক্স অফিসেএই ছবি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

(Feed Source: hindustantimes.com)