‘হামাস’-র নাম মনে করতে হোঁচট… সুস্থ রয়েছেন তো জো বাইডেন?

‘হামাস’-র নাম মনে করতে হোঁচট… সুস্থ রয়েছেন তো জো বাইডেন?

নয়াদিল্লি: ভালো আছেন তো মার্কিন প্রেসিডেন্ট? আপাতত এই প্রশ্নে তুমুল আলোচনা সোশ্যাল মিডিয়ায়।  ইজরায়েল এবং হামাসের মধ্যে পণবন্দিদের নিয়ে যে আলোচনা চলছে, সে ব্যাপারে হালে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল জো বাইডেনকে (US President Joe Biden Health)। দেখা যায়, জবাব দিতে গিয়ে ‘হামাস’-র নামটিই মনে করতে পারছিলেন না বাইডেন। প্রেস কনফারেন্সের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে মার্কিন সংবাদমাধ্যম ও রাজনৈতিক মহল, সর্বত্র  জোর চর্চা চলছে। সুস্থ রয়েছেন তো মার্কিন প্রেসিডেন্ট?

বিশদ...
ইজরায়েল-হামাস পণবন্দি বিনিময় প্রসঙ্গে প্রেস কনফারেন্সে বাইডেনকে বলতে শোনা যায়, ‘কিছু গতিবিধি দেখা যাচ্ছে…আমি সে ব্যাপারে…সে নিয়ে…একটু গুছিয়ে বললে কিছু সাড়া পাওয়া যাচ্ছে…ওদের মানে… মানে…ইয়ে…উল্টো দিক থেকে…’। নেটিজেনদের মতে, ভিডিওটি দেখে মনে হয়েছে শব্দ হাতড়াচ্ছেন বাইডেন। পরে, পাশ থেকে কেউ সাহায্য করায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ, মাফ করবেন। হামাসের থেকে কিছু সাড়া পাওয়া যাচ্ছে।’ ৮১ বছরের বাইডেনকে প্রেস কনফারেন্সে এভাবে দেখে তীব্র শোরগোল শুরু হয়েছে মার্কিন রাজনীতিকদের মধ্যে। যেমন, মার্কিন কংগ্রেসের সদস্য, ডিন ফিলিপস  সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘সত্যি কথা বলা ও ওয়াশিংটন ডিসি-র লোকজন যা আড়ালে বলেন, তা সকলের সামনে তুলে ধরার জন্য আমাকে আক্রমণ করা হয়েছে। প্রেসিডেন্টকে আমিও পছন্দ করি। ওঁর জন্য প্রচার করেছিলাম, ভোটও দিয়েছিলাম। আমার বাড়িতেও উনি এসেছেন। আমার পরিবার এবং দেশকে উনি বাধিত করেছেন। কিন্তু আপনার যে ভাবে দেখিয়ে চলেছেন, যে সব কিছু ঠিকঠাক রয়েছে, তা অত্যন্ত লজ্জার। আপনারা আমাদের এবং ওঁকে—বিপর্যয়ের মুখে নিয়ে যাচ্ছেন। এ কথা আপনারাও ভাল মতো জানেন।’ এবার ডেমোক্র্যাটদের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বাইডেনকে চ্যালেঞ্জ করছেন ফিলিপস। তবে শুধু তিনি নন। মার্কিন সংবাদমাধ্যমেরও অনেকে ভিডিওটির পর প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
সাংবাদিকদের কেউ কেউ যেমন দাবি করেন, ‘হামাস’ শব্দটিই যে বাইডেন মনে করতে পারছিলেন না, সেটা স্পষ্ট। এবং এই ধরনের ঘটনা প্রথম নয়। তাঁদের মতে, অতীতেও কথা বলতে গিয়ে বার বার হোঁচট খেতে দেখা গিয়েছে তাঁকে। তা হলে কি বার্ধক্য ছাপ ফেলছে? এমনিতেই মার্কিন ইতিহাসে জো বাইডেন সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। নেটদুনিয়াতেও এই নিয়ে জোরাল চর্চা শুরু হয়েছে। অনেকের মতে, দায়িত্বের নামে এক জন বয়স্ক মানুষের উপর নিপীড়ন হচ্ছে না তো? আপাতত মুখে কুলুপ মার্কিন প্রশাসনের।

(Feed Source: abplive.com)