‘হামাস’-র নাম মনে করতে হোঁচট… সুস্থ রয়েছেন তো জো বাইডেন?
নয়াদিল্লি: ভালো আছেন তো মার্কিন প্রেসিডেন্ট? আপাতত এই প্রশ্নে তুমুল আলোচনা সোশ্যাল মিডিয়ায়। ইজরায়েল এবং হামাসের মধ্যে পণবন্দিদের নিয়ে যে আলোচনা চলছে, সে ব্যাপারে হালে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল জো বাইডেনকে (US President Joe Biden Health)। দেখা যায়, জবাব দিতে গিয়ে ‘হামাস’-র নামটিই মনে করতে পারছিলেন না বাইডেন। প্রেস কনফারেন্সের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে মার্কিন সংবাদমাধ্যম ও রাজনৈতিক মহল, সর্বত্র জোর চর্চা চলছে। সুস্থ রয়েছেন তো মার্কিন প্রেসিডেন্ট? বিশদ… ইজরায়েল-হামাস পণবন্দি বিনিময় প্রসঙ্গে প্রেস কনফারেন্সে বাইডেনকে…