ব্যাডমিন্টনে ইতিহাস সিন্ধুদের, থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা ভারতের মেয়েদের

ব্যাডমিন্টনে ইতিহাস সিন্ধুদের, থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা ভারতের মেয়েদের

নয়াদিল্লি: ব্যামিন্টনে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল (Indian Womens Badminton Team)। থাইল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে (Badminton Asia Team Championship 2024) প্রথমবার সোনা জিতল ভারতের মেয়েরা। গতকাল জাপানকে সেমিতে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছিলেন সিন্ধু (PV Sindhu), আনমোলরা। এদিন ফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে দিলেন তাঁরা।

গতকাল হারতে হয়েছিল সিন্ধুকে। কিন্তু এদিন আর কোনও ভুল করেননি সিন্ধু। প্রথম ম্য়াচেই থাই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন তিনি ২১-১২, ২১-১২ ব্যবধানে। দ্বিতীয় খেলায় প্রথম ডাবলসে খেলতে নামেন ভারতের তৃষা জলি ও গায়েত্রী গোপীচাঁদ জুটি। সেই ম্য়াচেও জয়. ছিনিয়ে নেন তৃষারা। খেলার ফল ভারতের পক্ষে ২১-১৬, ১৮-২১ ও ২১-১৬। ভারত ২-০ ব্য়বধানে এগিয়ে গিয়েছিল ভারত।

তৃতীয় ম্য়াচে ফের সিঙ্গলসের লড়াই। এবার ভারতের হয়ে খেলতে নামেন অস্মিতা চালিহা। তবে সেই ম্য়াচে ভারতকে হেরে যেতে হয়। অস্মিতাকে হারিয়ে দেন থাইল্যান্ডের বুশানন ব্রিজস। খেলার ফল থাই ব্যাডমিন্টন প্লেয়ারের পক্ষে ২১-১১, ২১-১৪।

এরপরের ম্য়াচে প্রিয়া ও শ্রুতি জুটি ডাবলসে খেলতে নামেন। কিন্তু এই খেলাতেও ভারতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেন থাইল্যান্ডের ডাবলস জুটি। ২১-১১, ২১-৯ ব্যবধানে জিতে ম্য়াচে ২-২ ফল সমান করে দেন থাই প্রতিদ্বন্দ্বীরা।

ম্য়াচের নির্ণায়ক খেলায় ভারতের হয়ে সিঙ্গলসে নেমেছিলেন আনমোল খারব। প্রথম গেমে ২১-১৪ ব্যবধানে জেতেন আনমোল। কিছুটা লড়াই করেছিলেন থাই প্রতিযোগী। কিন্তু দ্বিতীয় গেমে একেবারেই দাঁড়াতেই দেননি প্রতিপক্ষকে আনমোল। এই গেমে ২১-৯ ব্যবধানে জয় ছিনিয়ে ভারতের সোনা জয় নিশ্চিত করেন আনমোল।

এর আগে গতকাল জাপানের বিরুদ্ধে সেমিতে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। কিন্তু গতকালের ম্যাচে প্রথমে সিন্ধুর হারের ফলে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত। সিন্ধুর হারের ফলে প্রথমে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ভারত। ম্য়াচে ১৩-২১, ২০-২২ ব্যবধানে হেরেছিলেন সিন্ধু। কিন্তু ট্রিসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ ২১-১৭, ১৬-২১, ২২-২০ ব্যবধানে জয় ছিনিয়ে নেন। বিশ্বের ছয় নম্বরে থাকা জাপানের নামি মাতসুয়ামা এবং চিহারু শিদা জুটিকে হারিয়ে দেন তাঁরা।

(Feed Source: abplive.com)