‘আমরা যতদিন আছি, কেউ বাংলাকে ভাতে মারতে পারবে না’, বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের

‘আমরা যতদিন আছি, কেউ বাংলাকে ভাতে মারতে পারবে না’, বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের

মহেশতলা: কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ফের সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে নির্বাচনে হেরে গিয়ে গায়ের জোরে বাংলার মানুষের প্রাপ্য টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছেন বলে আবারও অভিযোগ তুললেন তিনি। অভিষেক জানিয়েছেন, তৃণমূলের সরকার যতদিন বাংলা থাকবে, যতই চেষ্টা করুক, বাংলাকে ভাতে মারতে পারবে না কেউ। (Abhishek Banerjee)

রবিবার নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের মহেশতলায় সভা করেন অভিষেক। সেখানেই ফের কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। অভিষেক বলেন, “বাংলার মানুষের টাকা জবরদস্তি, গায়ের জোরে আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন, তাঁকে তৃতীয় বার জিতিয়েছেন। বিজেপি নির্বাচনে হেরে গিয়েছে। তাই টাকা আটকে রাখা হয়েছে।”(MGNREGA Dues)

অভিষেক আরও বলেন, “আমাদের সরকার যত দিন থাকবে, বাংলার কাউকে ভাতে মারতে পারবে না কেউ। গত দু’বছর ধরে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখে দিয়েছে। আমাদের সরকার নিজের কোষাগার থেকে সেই টাকা মিটিয়ে দিতে তৎপর হয়েছে। প্রথমে ভেবেছিলাম, ২১ লক্ষ ৭৫ হাজার মানুষ বকেয়া টাকা পাননি। সহায়তা শিবির খুলে হিসেব করে দেখা গিয়েছে, প্রায় ৫৯ লক্ষ  মানুষের টাকা বাকি রয়েছে। সেই বকেয়া টাকা সরাসরি ১০০ দিনের কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে রাজ্য সরকার।”

২১ ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে বলে এর আগে ঘোষণা করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রাপকের সংখ্যা লাগাতার বাড়তে থাকায়, সেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি থেকে সেই টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বলে জানান অভিষেক।

অভিষেকের কথায়, “আপনাদের আশীর্বাদ নিয়ে এই লড়াই। এর শেষ দেখে ছাড়ব। বাংলাকে কেউ ভাতে মারতে পারবে না। যতদিন আমরা আছি, আপনারা নিশ্চিন্ত থাকুন। মানুষ যদি কারও সঙ্গে থাকেন…সংবাদমাধ্যম যতই মোদিজিকে দেখান, মানুষের দুঃখ, সমস্যা দেখায় না। যত তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই, আয়কর, এনআইএ, সব মোদিজির। বিচারব্যবস্থার একাংশও এদের সঙ্গে চলে গিয়েছে। ১০০ দিনের কাজ নিয়ে এতদিন বিচারব্যবস্থার দ্বারস্থ হয়েছি, কোনও সাহায্য পাইনি। মানুষের টাকা বন্ধ…আমাদের সঙ্গে কেউ নেই। শুধু মানুষ আছেন। আর কাউকে লাগবে না। কার কত ক্ষমতা আগামী দিনে প্রমাণিত হবে। গণতন্ত্রে কোনও তদন্তকারী সংস্থা, বিচারব্যবস্থা, রাজ্যপাল, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী শেষ কথা বলেন না। মানুষ শেষ কথা বলেন। আগামী দিনে সেটাই দেখাতে হবে।” বাংলায় যতদিন তৃণমূল আছে, বাংলার মানুষকে কারও কাছে হাত পাততে হবে না বলে এদিন জানান অভিষেক।

(Feed Source: abplive.com)