ফের নিশানায় সংবাদমাধ্যম, এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে পুলিশ

ফের নিশানায় সংবাদমাধ্যম, এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে পুলিশ

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের নিশানায় সংবাদমাধ্যম, ফের আক্রমণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। সাতসকালে এবিপি আনন্দর (ABP Ananda) সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে পুলিশ। বাড়ি ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Police)।

সাংবাদিকের বাড়িতে পুলিশ: বৃহস্পতিবারের সকালে কলকাতার একটি আবাসনে হানা দিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendra Police Station)। এই আবাসনেই থাকেন এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিন্হা। বিশাল পুুলিশ বাহিনী এই আবাসন ঘিরে রেখেছে। কী কারণে আবাসনে হানা? তা নিয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। বাইরে থেকে আপাতত কাউকে আবাসনে ঢুকতে দেওয়া হচ্ছে না।

ঠিক কী পরিস্থিতি?

এদিন সকাল ৬টার আগেই আবাসনে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে সঙ্গেই গোটা আবাসন ঘিরে নেয় পুলিশ। আবাসনের মূল গেট থেকে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ জানতে চাইলে বলা হয়, ভেতরে নরেন্দ্রপুর থানার বড়বাবু রয়েছেন।  তাই কোনও বাইরের লোককে ঢুকতে দেওয়া যাবে না। শুধুমাত্র যাঁরা পরিচয়পত্র নিয়ে কাজ করতে আসছেন তাঁদেরই আবাসনের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

(Feed Source: abplive.com)