নেটে হার্দিক পান্ডিয়া এবং উমরানকে দেখে কতটা খুশি কোচ দ্রাবিড়? জানুন

নেটে হার্দিক পান্ডিয়া এবং উমরানকে দেখে কতটা খুশি কোচ দ্রাবিড়? জানুন

#নয়াদিল্লি: বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচ ভারতের। অনেকেই মনে করছেন ঘরের মাঠে ফেভারিট ভারত। কিন্তু তাদের সঙ্গে একমত নন রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার হেডস্যার স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের সামনে কঠিন একটি দক্ষিণ আফ্রিকা দল অপেক্ষা করছে। যাদের হালকা করে দেখার কোন মানে নেই। গুজরাতকে আইপিএল জিতিয়েছেন সপ্তাহ খানেক আগে।

হার্দিক কি ভবিষ্যতে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারবেন? ইতিবাচক ইঙ্গিত দিলেন রাহুল দ্রাবিড়। জানালেন, হার্দিকের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। কথা বলেছেন উমরান মালিককে নিয়েও। ৯ জুন দক্ষিণ আফ্রিকার সিরিজ শুরুর আগে এক সাংবাদিক বৈঠকে আরও কিছু বিষয় নিয়ে কথা বললেন দ্রাবিড়। হার্দিককে নিয়ে ভারতীয় কোচের কথায়, কিছু ক্ষণ আগেই হার্দিকের সঙ্গে দেখা হল।

যারা আইপিএলের ফাইনালে খেলেছিল তাদের বাড়তি এক দিন ছুটি দিয়েছিলাম। হার্দিকের নেতৃত্ব আমার খুব ভাল লেগেছে। নেতা হতে গেলে অধিনায়কের পদে বসতেই হবে, এমন কথা নেই। ওকে বোলিংয়ে ফিরতে দেখে বেশি খুশি হয়েছি। ক্রিকেটার হিসেবে ওর থেকে সেরাটা বের করে আনতে চাই। ভবিষ্যতে কী হবে সেই সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। তবে তরুণ ক্রিকেটারদের আইপিএলে নেতৃত্ব দিতে দেখে ভাল লেগেছে।

এদিন নেটে হার্দিকের বোলিং খুঁটিয়ে লক্ষ করেছেন দ্রাবিড়। তরুণ জোরে বোলার উমরান মালিক নজর কেড়েছেন। তাঁকে নিয়ে দ্রাবিড়ের মন্তব্য, খুব জোরে বল করতে পারে। আইপিএলে অনেক জোরে বোলার দেখলাম এ বার। বেশ ভাল লেগেছে। কোচ হিসেবে আমি দলের সীমিত ওভারের সাফল্য টেস্ট ক্রিকেটেও দেখতে চাই।

উমরানকে নেটে দেখে ভাল লাগল। এখনও শিখছে। উন্নতি করছে। যত বেশি খেলবে তত উন্নতি করবে। ওর মতো ক্রিকেটারকে পেয়ে দলের লাভ হবে। দেখা যাক ক’টা ম্যাচে ওকে সুযোগ দেওয়া যায়। বড় দল রয়েছে আমাদের। সবাইকে তো প্রথম একাদশে রাখা যায় না। তবে যে-ই সুযোগ পাক, আমি তাকে নিয়মিত খেলিয়ে যাওয়ার পক্ষপাতী। রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন একটা করে ম্যাচ ধরে এগোতে হবে। আগে থেকে বেশি ভাবনা ভাবতে রাজি নন।

Published by:Rohan Chowdhury

(Source: news18.com)