ফের একবার স্বমহিমায় ফিরলেন ‘রাই সুন্দরী’ ঐশ্বর্য। বহুদিন ধরে সিনেমার পর্দায় দেখা যায়নি ঐশ্বর্যকে। তবে ল’রিয়ালের বিজ্ঞাপনে প্রতিবছরই দেখা যায় তাঁকে। এবারও সেভাবেই সামনে এলেন। হেয়ার কেয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপনের নতুন প্রোমো ভিডিওতে অভিনেতাকে বরাবরের মতোই অত্যাশ্চর্য দেখাচ্ছিল। তবে এখানেও কিছু নেটিজেন তাঁকে ট্রোল করতে ছাড়েননি।
ল’রিয়ালের বিজ্ঞাপন
বিজ্ঞাপনে ঐশ্বর্যকে বলতে শোনা যায়, তিনি এই ব্র্যান্ডের সঙ্গে বহু বছর ধরে একইভাবে রয়েছেন। ঐশ্বর্য বলেন, ‘আজকের দিনের নারী হিসাবে আমি কোনও আপস করি না। আমার কাছে বৃদ্ধি মানে ক্রমাগত বিকশিত হওয়া, তাই এটা আমার চুলের জন্য কেন আলাদা হবে!’
X হ্যান্ডেলে বিজ্ঞাপনটি শেয়ার করে লেখা হয়েছে, এখানে ‘ল’রিয়ালের এই বিজ্ঞাপনেও ঐশ্বর্য রাইকে দেখে শ্বাসরুদ্ধ হয়ে আসছে।’ এক ব্যক্তি ইউটিউবে এই বিজ্ঞ়াপন দেখে কমেন্টে লিখেছেন, ‘আরও একবার উনি রানির মতোই ধরা দিয়েছেন। আশা করা যায়, চলতি বছরে কানে তিনি দারুণভাবে হাজির হবেন।’, আরও একজন লিখেছেন, ‘তিনি এখনও বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী।’ তবে এরই মাঝে কিছু লোকজন, ঐশ্বর্যর চেহারা নিয়ে অশালীন মন্তব্য করতে ছাড়েননি।
ঐশ্বর্য প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ল’রিয়ালের সঙ্গে রয়েছেন, এমনকি কান চলচ্চিত্র উৎসবেও ল’রিয়াল ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করছেন তিনি। চলতি বছরে আবারও ফেস্টে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে সম্প্রতি অভিষেকের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের গুঞ্জনে বুড়ো আঙুল দেখিয়ে জামনগরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং পার্টিতে দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। সেখানে স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যার পাশে বসে ঢোলের তালে তালি দিতেও দেখা যায় ‘রাই’ সুন্দরীকে। তবে তবে এবার তারা মঞ্চে পারফর্ম করেননি। সেখানে ছিল গোটা বচ্চন পরিবার, শ্বশুরমশাই অমিতাভ বচ্চন শাশুড়ি মা জয়া বচ্চন, ননদ শ্বেতা বচ্চন নন্দা ও তাঁর দুই ছেলেমেয়ে নভ্যা নভেলি নন্দা এবং অগস্ত্য নন্দাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ঐশ্বর্যকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল মণি রত্নমের পন্নিয়িন সেলভান ২ তে দ্বৈত ভূমিকায় করেন। তবে আবারও কবে তাঁকে বড়পর্দায় দেখা যাবে, তা জানা যায়নি।
(Feed Source: hindustantimes.com)