বিশ্বের তৃতীয় ধনী ক্রিকেটার MS Dhoni; প্রথম কে?

বিশ্বের তৃতীয় ধনী ক্রিকেটার MS Dhoni; প্রথম কে?

নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট খেলায় টাকার অভাব নেই। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে। ইদানীং তার সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বজুড়ে আইপিএল, বিগ ব্যাশের মতো টি-২০ লিগ। শুধু ক্রিকেট খেলে রোজগার নয়, বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করেও রোজগার করেন ক্রিকেটাররা। বর্তমান ক্রিকেটের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে ব্র্যান্ড প্রোমোশন। দেখে নেওয়া যাক সব থেকে ধনী ক্রিকেটার কারা কারা:

৮. সম্পত্তির পরিমাণের দিক দিয়ে অষ্টম স্থানে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। ২০১১ বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের মালিক।

৭. সপ্তম স্থানে রয়েছেন আরও এক ভারতীয়। ভারতের সর্বকালের অন্যতম সেরা ওপেনার বীরেন্দ্র শেওয়াগ। ৪০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক তিনি।

৬. ষষ্ঠ স্থানে রয়েছেন ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারা। ক্রিকেটের এক ইনিংসে ৪০০ রানের মালিক লারার সম্পত্তির পরিমাণ ৬০ মিলিয়ন ডলার। খেলা ছেড়েছেন দীর্ঘদিন। তাতেও যে তাঁর ব্র্যান্ড ভ্যালুতে বিশেষ কোনো প্রভাব পড়েনি তা বলাই বাহুল্য।

৫. দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অলরাউন্ডার জাক কালিস রয়েছেন পঞ্চম স্থানে। কেকেআরে খেলে যাওয়া প্রাক্তন এই নাইটের সম্পত্তির পরিমাণ ৭০ মিলিয়ন।

৪. অস্ট্রেলিয়াকে দু’বার বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। ২০০৩ ও ২০০৭ সালে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। প্রাক্তম অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের সম্পত্তির পরিমাণ ৭০ মিলিয়ন।

৩. ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক ও সীমিত ওভারের ক্রিকেটে সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি রয়েছেন তিনে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও খেলছেন আইপিএল। তাঁর সম্পত্তির পরিমাণ ১১৩ মিলিয়ন মার্কিন ডলার।

২. কিং কোহলি রয়েছেন দুই নম্বরে। এখনও ভারতের হয়ে তিনটি ফর্ম্যাটেই খেলে চলেছেন তিনি। বর্তমানে খুব একটা ভালো ফর্মে না থাকলেও টি-২০ বিশ্বকাপে ভারতের অন্যতম বড় বাজি হতে চলেছেন তিনি। তাঁর সম্পত্তির পরিমাণ ১১৫ মিলিয়ন মার্কিন ডলার।

১. মাঠের ভিতরও তিনি পারফরম্যান্সের দিক থেকে এক নম্বরে; মাঠের বাইরে রোজগারের দিক থেকে তিনি এক নম্বরে। তিনি শচীন তেন্ডুলকর। ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক তিনি। দীর্ঘদিন খেলা ছেড়ে দিলেও তাঁর খ্যাতি কমেনি একটুও।

(Source: zeenews.com)