পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষেই মুস্তাফিজুর, তালিকায় এগোলেন পাথিরানা

পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষেই মুস্তাফিজুর, তালিকায় এগোলেন পাথিরানা

চেন্নাই: আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্য়াচের পর পার্পল ক্যাপের দৌড়ে নিজের শীর্ষস্থান বজায় রাখলেন মুস্তাফিজুর রহমন (Mustafizur Rahman)। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্য়াচে ১টি উইকেট নিলেও এখনও বেগুনি টুপি দখলের লড়াইয়ে সবার ওপরেই থাকলেন বাংলাদেশের তারকা পেসার। ৩ ম্য়াচ পরে সিএসকের হয়ে খেলা এই পেসারের ঝুলিতে এখন ৭ উইকেট।

এই ম্য়াচের আগেও মুস্তাফিজুরই শীর্ষে ছিলেন। ২ ম্যাচে ৬ উইকেট ঝুলিতে ছিল তাঁর। এদিন দিল্লির বিরুদ্ধে নিজের ৪ ওভার শেষে ৪৭ রান খরচ করে ১ উইকেট নেন বাংলাদেশের পেসার। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন গুজরাত টাইটান্সের মোহিত শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্য়াচে ৩ উইকেট তুলে নেন বর্ষীয়াণ পেসার। মোহিত এদিনের প্রথম ম্য়াচে ৪ ওভারের স্পেলে ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। শেষ ওভারে বল করতে এসে ৩ রান দিয়ে ২ উইকেট নেন মোহিত। সানরাইজার্সের বিরুদ্ধে গুজরাতের ম্য়াচের পর ৩ ম্য়াচে মোহিতের ঝুলিতে রয়েছে ৬ উইকেট। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হর্ষিত রানা। ২ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৫ উইকেট।

চেন্নাইয়ের বিরুদ্ধে রবিবারের ম্য়াচের পর দিল্লির খালিল আহমেদের ঝুলিতেও ৩ ম্য়াচে ৫ উইকেট এখন। তিনি রয়েছেন তালিকায় চতুর্থ স্থানে। এদিনের ম্যাচে ৪ ওভারে ২১ রান খরচ করে ২ উইকেট নেন। অর্শদীপ ৩ ম্য়াচে ৪ উইকেট। কাগিসো রাবাডাও ৩ ম্য়াচে ৪ উইকেট নিয়েছে। তালিকায় উঠে এসেছেন মাথিসা পাথিরানা। তাঁর ঝুলিতে ২ ম্য়াচে ৪ উইকেট। সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স ৩ ম্য়াচে ৪ উইকেট নিয়েছেন।

এদিকে বিশাখাপত্তনমে ব্যাট হাতে ঝড় তুললেন মহেন্দ্র সিংহ ধোনি। দলকে দিল্লির বিরুদ্ধে জেতাতে না পারলেও ১৬ বলে অপরাজিত ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন মাহি। এই মাঠেই তো হাঁকিয়েছিলেন নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের প্রথম শতরান। আজও তেমনই একটি ইনিংস খেলুক ধোনি, এমনই প্রত্যাশা ছিল সবার। কাউকে হতাশ করলেন না সিএসকের প্রাক্তন অধিনায়ক। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় সাজানো মারকাটারি ইনিংস। শেষ ওভারে নোখিয়াকে ২০ রান দিলেন। আর তার থেকেও বড় কথা শেষ বলে হাঁকালেন পেল্লাই ছক্কা। দিল্লি ২০ রানে ম্য়াচ জিতল। মাহি মন জিতলেন। এই নিয়ে ৩ ম্যাচ খেলে ২টো তে জিতেছে সিএসকে।

(Feed Source: abplive.com)