থ্রিলার না ভৌতিক? চঞ্চলের নতুন ওয়েব সিরিজ খুঁজবে ‘রুমি’-র জীবনের রহস্য

থ্রিলার না ভৌতিক? চঞ্চলের নতুন ওয়েব সিরিজ খুঁজবে ‘রুমি’-র জীবনের রহস্য

কলকাতা: একের পর এক তাক লাগানো অভিনয় করে তিনি দর্শকদের মনজয় করে নিয়েছেন ইতিমধ্যেই। তবে এই প্রথম, একজন অন্ধের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে অন্ধ বললে ভুল বলা হবে, একজন অন্ধ গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে তাঁকে। চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। তবে এই গল্প ভূতের নাকি গোয়েন্দার? থ্রিলার নাকি অলৌকিক কিছুর? আজ মুক্তি পেল নতুন ওয়েব সিরিজ ‘রুমি’-র ট্রেলার (Rumi)।

এই গল্প শুরু হয়েছে এক সিআইডি অফিসারকে নিয়ে, যাঁর নাম রুমি। হঠাৎ এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন দুঁদে এই অফিসার। সেই সময়ে এক খুনের ঘটনার তদন্ত করছিলেন তিনি। দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার পর থেকেই অদ্ভূত সব স্বপ্ন দেখতে শুরু করেন এই রুমি। স্বাভাবিক নয়, প্রত্যেক স্বপ্নেরই রয়েছে একটা অদ্ভূত অর্থ। রুমি স্বপ্নে একটি মেয়েকে দেখেন, যাঁকে বাস্তবে কোনোদিন দেখেননি তিনি। কে সেই মেয়েটি? দুর্ঘটনায় মৃত রুমির মা? নাকি তাঁর প্রেমিকা, নাকি রুমির কোনও অবৈধ সম্পর্ক? এই স্বপ্ন কি রুমিকে খুনের কিনারা করতে সাহায্য করবে? নাকি এই সমস্ত স্বপ্ন একেবারেই তাঁর মনের ভুল। আদৌ কোনও অর্থই নেই তার। সেই গল্পই বলবে ‘রুমি’।

এই ওয়েব সিরিজের ট্রেলার প্রযোজনা সংস্থার পেজ থেকে শেয়ার করে লেখা হয়েছে, ‘অন্ধকারে সবাই দৃষ্টিহীন। কিন্তু এই গল্পটা এমন একজনের যার দৃষ্টিই অন্ধকার। এই গল্পটা একজন গোয়েন্দার যার সত্যি দেখার জন্য চোখের প্রয়োজন নেই। এই গল্পটা রুমির। সে আসছে হইচই-এর পর্দায় ১০-ই এপ্রিল!’ হইচই বাংলাদেশ ও হইচই টিভিতে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে একাধিক নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে ‘হইচই’। তাদের মধ্যে অন্যতম ‘রুমি’।

এর আগে, ‘কারাগার’ ওয়েব সিরিজে অভিনয় করে তাক লাগিয়েছেন চঞ্চল। প্রায় গোটা সিরিজেই নির্বাক অভিনয় করেছেন তিনি। আর এবার পালা তাঁকে এক অন্ধ গোয়েন্দার বেশে দেখার।

(Feed Source: abplive.com)