NIA-BJP আঁতাত নিয়ে নির্বিকার, কর্তব্য পালনে অবহেলা, নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন অভিষেকের

NIA-BJP আঁতাত নিয়ে নির্বিকার, কর্তব্য পালনে অবহেলা, নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন অভিষেকের

কলকাতা: CBI, ED, আয়কর দফতরের মতো জাতীয় তদন্তকারী সংস্থা NIA-কেও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলছে তৃণমূল। ভূপতিনগরে NIA-র উপর হামলার আগে, রাজ্য বিজেপি নেতৃত্ব বাড়ি বয়ে গিয়ে সংস্থার সুপার ধনরাম সিংহের সঙ্গে বৈঠক করেন, মোটা টাকার লেনদেন করেন বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব। এবার সেই নিয়ে সরব হলেন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। বাংলায় BJP-NIA যোগসাজশ চললেও নির্বাচন কমিশন (Election Commission) নীরব বলে মন্তব্য করেছেন তিনি। (Bhupatinagar Case)

রবিবার সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরব হয়েছেন অভিষেক। তিনি লেখেন, ‘NIA এবং BJP-র যোগসাজশ কী করে উন্মোচিত হয় দেখুন। নির্বাচনী আদর্শ আচরণবিধি কার্যকর থাকাকালীন NIA এবং BJP মিলে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দিব্যি এই যোগসাজশ চলছে, যা দেখেও  নির্বিকার নির্বাচন কমিশন, অত্যন্ত প্রকট এই নীরবতা, নিরপেক্ষ থেকে কর্তব্য পালনের দায়িত্ব অবহেলা করছে’।

২০২২ সালের ডিসেম্বর মাসে ভূপতিনগরের নাড়ুয়াবিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে তীব্র বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় রাজকুমার-সহ মোট তিন জনের। অভিযোগ ওঠে, সেখানে বোমা বাঁধার কাজ চলছিল। সেই ঘটনার তদন্তে সম্প্রতি ভূপতিনগরে পৌঁছলে NIA-র উপর হামলার অভিযোগ সামনে আসে। NIA-র এক আধিকারিকের মাথাও ফেটে যায় বলে অভিযোগ সামনে আসে। এর আগে সন্দেশখালিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপরও হামলার ঘটনা সামনে আসে। তাই ভূপতিনগর নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়ে যায়। সেই নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

কিন্তু বিষয়টি নিয়ে টানাপোড়েন শুরু হতে সময় লাগেনি। লোকসভা নির্বাচনের মুখে পুলিশের অনুমতি না নিয়েই, রাতের বেলা NIA কেন গৃহস্থের বাড়িতে হাজির হল, ওঠে প্রশ্ন। NIA-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলাও দায়ের হয়েছে ইতিমধ্যেই। সেই আবহেই রবিবার কার্যত বোমা ফাটিয়েছে তৃণমূল। ভূপতি নগরে NIA যাওয়ার আগে, কলকাতার নিউটাউনে NIA-র সুপার ধনরামের বাড়িতে রাজ্য বিজেপি জিতেন্দ্র তিওয়ারি-সহ নেতৃত্ব হাজির হন এবং কোন কোন তৃণমূলল নেতার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে, তার তালিকা তুলে দেন বলে অভিযোগ করেছে তৃণমূল। ধনরামের বাড়িতে ঢোকার সময় ভিজিটর্স বুকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সইও সকলের সামনে তুলে ধরে তারা।

সাদা প্যাকেটে মোটা অঙ্কের টাকাও NIA এবং BJP-র মধ্যে লেনদেন হয় বলেও দাবি করেছে তৃণমূল। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন কেন উদাসীন, কেন পদক্ষেপ করা হবে না এক্ষেত্রে প্রশ্ন তুলেছে তৃণমূল। অবিলম্বে পদক্ষেপ না করা হলে সিসি ক্যামেরার ফুটেজও প্রকাশ করার হুঁশিয়ারি দিয়েছে জোড়াফুল শিবির।জিতেন্দ্র যদিও অভিযোগ অস্বীকার করেছেন।  সাতদিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে পাল্টা মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সেই আবহেই এবার মুখ খুললেন অভিষেক। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনিও।

(Feed Source: abplive.com)