ছত্তিশগড়ে ৪০ ফুট গভীর খাদানে বাস উলটে মৃত্যু ১১ কর্মচারীর, এখনও আটকে অনেকে

ছত্তিশগড়ে ৪০ ফুট গভীর খাদানে বাস উলটে মৃত্যু ১১ কর্মচারীর, এখনও আটকে অনেকে

ছত্তিশগড়ে ৪০ ফুট গভীর খাদানে বাস উলটে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্গের পুলিশ সুপার জিতেন্দ্র শুক্লা বলেছেন, ‘এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। প্রায় ২৪ জন আহত হয়েছেন। ওই বাসে মোট ৩৫ জন ছিলেন। বাসটি রাস্তা থেকে পিছলে গিয়ে ৪০ ফুট গভীর খাদানে পড়ে যায়।’ পুলিশ জানিয়েছে, বাসটি যে খাদানে পড়ে যায়, সেটি একধরনের মাটির খাদান। যা নির্মাণকাজের জন্য ব্যবহার করা হয়। বাসের ভিতরে এখনও অনেকে আটকে আছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সেই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। আহত শ্রমিকদের চিকিৎসার জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী।

কখন সেই দুর্ঘটনা ঘটেছে?

পুলিশের তরফে জানানো হয়েছে যে মঙ্গলবার রাত ন’টা নাগাদ কুমহারি থানার অন্তর্গত খাপরি গ্রামের কাছে সেই দুর্ঘটনা ঘটেছে। কাজের শেষে বাসে চেপে ফিরছিলেন একটি বেসরকারি সংস্থার কর্মচারীরা। সেই বাসই কোনওভাবে খাদানে পড়ে যায়। সেই ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। শুরু করা হয় উদ্ধারকাজ। যে আহত কর্মচারীদের উদ্ধার করা হয়েছে, তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শোকপ্রকাশ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর

সেই দুর্ঘটনার পরে শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দুর্গের কুমহারির কাছে একটি বেসরকারি কোম্পানির কর্মচারী বোঝাই বাস দুর্ঘটনার মুখে পড়েছে। আমার কাছে সেই দুঃসংবাদ এসেছে। ওই দুর্ঘটনায় ১১ জন কর্মচারীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। দুর্ঘটনায় আহত কর্মচারীদের চিকিৎসার জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীও

ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাঘেল বলেন, ‘কুমহারিতে কর্মচারী বোঝাই একটি বাস খাদানে পড়ে গিয়েছে। শোনা যাচ্ছে যে বাসে ৪৬ জন ছিলেন। সেই দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। মৃতদের পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’

(Feed Source: hindustantimes.com)