১৪ বছর ধরে ফাঁস করছে পরীক্ষার প্রশ্নপত্র, ধরা পড়ল ডাক্তারি পড়া ‘মাস্টারমাইন্ড’

১৪ বছর ধরে ফাঁস করছে পরীক্ষার প্রশ্নপত্র, ধরা পড়ল ডাক্তারি পড়া ‘মাস্টারমাইন্ড’

সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ‘মাস্টারমাইন্ড’- সেই রবি আট্টরিকে অবশেষে গ্রেফতার করা হল। সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় তাঁর নাম উঠে এসেছে। সেই ঘটনায় তাঁকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। একাধিক রিপোর্ট অনুযায়ী, বুধবার গ্রেটার নয়ডার জেওয়ার বাসস্ট্যান্ডের কাছে তাঁকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তিনটি প্রশ্নপত্র, মোবাইল ফোন, একটি পেনড্রাইভ এবং একটি মেট্রো কার্ড। রবি যে সেখানে আসতে পারেন, সেই খবরটা গোপন সূত্রে আগেই পেয়েছিল উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সেইমতো ফাঁদ পাতা হয়েছিল। আর সেই ফাঁদে পা দেন রবি।

রিপোর্ট অনুযায়ী, জেরায় রবি জানিয়েছেন যে গ্রেটার নয়ডা জেলায় স্কুলের পাঠ চুকিয়ে রাজস্থানের কোটায় গিয়েছিলেন। সেখানেই স্থানীয় মাফিয়ার সঙ্গে পরিচিতি তৈরি হয়েছিল। ওই মাফিয়ার হাত ধরে অপরাধ জগতের সঙ্গে হাতেখড়ি হয়েছিল রবির।

রবির প্রশ্নপত্র ফাঁসের ইতিহাস

১) একাধিক সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ‘মাস্টারমাইন্ড’ রবি একটা সময় নিজেই ডাক্তারি নিয়ে পড়াশোনা করতেন। এমবিবিএস কোর্সে ভরতি হয়েছিলেন। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার বাসিন্দা ছিলেন রবি। আর পাঁচজনের মতোই স্কুলজীবন কেটেছিল। রিপোর্ট অনুযায়ী, ডাক্তারি কোর্সে ভরতির জন্য রাজস্থানের কোটায় পাঁচ বছর প্রস্তুতি নিয়েছিলেন। হরিয়ানার প্রি-মেডিক্যাল টেস্টে উত্তীর্ণ হয়েছিলেন।

২) এমবিবিএস করার মধ্যেই ২০১৫ সালে পুলিশের হাতে ধরা পড়েছিলেন রবি। অল ইন্ডিয়া প্রি-মেডিক্যাল টেস্টের প্রশ্নপত্র ফাঁসের মামলায় তাঁকে গ্রেফতার করেছিল হরিয়ানা পুলিশ। সেইসময় তদন্তে উঠে এসেছিল যে ২০১১ সালে এইমসের প্রশ্নপত্র ফাঁস এবং ২০১২ সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার ঘটনায় যুক্ত ছিলেন রবি।

৩) তারইমধ্যে ডাক্তারি কোর্সে তৃতীয় বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন রবি। কিন্তু তারপরই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। আর ভারতে সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ‘মাস্টারমাইন্ড’ হয়ে ওঠেন।

(Feed Source: hindustantimes.com)