মাঠে নেমে নারাইনকে জড়িয়ে ধরলেন গুরু গম্ভীর, ইডেনে রানের পাহাড়ে কেকেআর

মাঠে নেমে নারাইনকে জড়িয়ে ধরলেন গুরু গম্ভীর, ইডেনে রানের পাহাড়ে কেকেআর

সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে নাকি হাসতে দেখা যায় না। কলকাতা নাইট রাইডার্সের অনুষ্ঠানে বিখ্যাত গায়িকা তথা নাইট নিবেদিত প্রাণ ঊষা উত্থুপ মস্করা করে বলেছিলেন, এবার তো একটু হাসো।

সেই গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) মঙ্গলবার দেখা গেল মাঠে ঢুকে পড়েছেন। হাসতে হাসতে জড়িয়ে ধরছেন সুনীল নারাইনকে। এর আগে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিকে আলিঙ্গন করেছিলেন। তবে মঙ্গলবার ইডেনের জাদু কি ঝাপ্পি কি আরও প্রাণবন্ত? আরও উচ্ছ্বাস মেশানো?

গুরু গম্ভীরের খুশি হওয়ারই কথা। তাঁর হাত ধরেই ব্যাটার নারাইনের (Sunil Narine Century) প্রাণপ্রতিষ্ঠা পেয়েছিল আইপিএল গ্রহে। তাঁর হাত ধরেই ফিরল ব্যাটার নারাইন-রাজ। কেকেআরের অধিনায়ক হয়ে গম্ভীরই প্রথম নারাইনকে ইনিংস ওপেন করতে পাঠিয়েছিলেন। হতাশ করেননি ওয়েস্ট ইন্ডিজ়ের তারকা। নিয়মিত পাওয়ার প্লে-তে ঝড় তুলতেন। তবে মাঝে যেন কোথায় হারিয়ে গিয়েছিলেন সেই ব্যাটার নারাইন। বল হাতে ভেল্কি দেখাচ্ছিলেন। সেটাও আগের মতো নয়।

মেন্টর হিসাবে নাইট সংসারে ফিরেই নারাইনকে নিয়ে বসেছিলেন গম্ভীর। তাঁকে সাফ বলে দেন, তুমি ওপেন করো। বাকি কিছু নিয়ে ভাবতে হবে না। রান পেলে ভাল। না পেলেও দল জানবে তুমি নিজের সেরাটা দিয়েছো। গম্ভীরের যে আশ্বাস ফের পুরনো প্রাণ ফিরিয়েছে ব্যাটার নারাইনের। যার ফল হাতেনাতে টের পেলেন রাজস্থান রয়্যালসের বোলাররা।

রাজস্থান বোলিংকে খুন করে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করলেন নারাইন। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর প্রথম সেঞ্চুরি। এমনই ছিল সেই ইনিংসের মুগ্ধতা যে, রাজস্থানের সেরা পেসার ট্রেন্ট বোল্ট পর্যন্ত পিঠ চাপড়ে দিয়ে এলেন। ২০ ওভারে কেকেআর তুলল ২২৩/৬।

শুরুতেই ফিল সল্টকে হারিয়ে চাপে পড়েছিল কেকেআর। শূন্য রানে একবার জীবন পাওয়ার পরেও রান পেলেন না সল্ট। তবে ২১/১ হয়ে যাওয়ার পর প্রত্যাঘাত নারাইন ও অঙ্গকৃষের। দুজনে দ্বিতীয় উইকেটে ৪৩ বলে ৮৫ রান যোগ করলেন। অঙ্গকৃষ ১৮ বলে ৩০ করলেন। ছয়ে ব্যাট করতে নেমে ৯ বলে অপরাজিত ২০ রান করলেন রিঙ্কু সিংহ।

কেকেআর ইনিংসের বাকিটা জুড়ে শুধুই নারাইন… নারাইন…

(Feed Source: abplive.com)