‘আমার গর্বের দিন’, হারের পরে বিষণ্ণ গম্ভীর, শ্রেয়সদের চাঙ্গা করলেন শাহরুখ

‘আমার গর্বের দিন’, হারের পরে বিষণ্ণ গম্ভীর, শ্রেয়সদের চাঙ্গা করলেন শাহরুখ

কলকাতা: ম্যাচের প্রথমার্ধে তাঁকে দেখা গিয়েছিল বেশ খোশমেজাজেই। প্রথম দুই ওভারের পরেই মাঠ জুড়ে উচ্ছ্বাস.. ততক্ষণে নির্দিষ্ট বক্সের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছেন সাদা টিশার্টের এক ‘তরুণ’। মাঠে তখন বাজছে ‘ঝুমে যো পাঠান’। সেই মুহূর্তেই সমস্ত ক্যামেরার ফোকাস ছিনিয়ে নিলেন তিনি। কখনও হাত নাড়লেন, চুমু ছুঁড়ে দিলেন, কখনও থাম্বস আপ দেখালেন ক্যামেরার দিকে, কখনও আবার গানের তালে এক-দুবার পাও মেলালেন।

মঙ্গলবার ইডেনে রাজস্থান রয়ালর্সের (RR) সঙ্গে কেকেআরের (KKR) হাড্ডাহাড্ডি ম্যাচের পাশাপাশি, নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ ছিলেন তিনিই। শাহরুখ খান (Shah Rukh Khan)। তবে গোটা ম্যাচে তিনি আলো ছড়ালেও, শেষ ওভারে ব্যালকনি ছেড়েছিলেন তিনি। ইডেনের পিচে তখন আত্মবিশ্বাসী জস বাটলার (Jos Buttler) ঝড় তুলেছেন ব্যাটে। সেই ঝোড়ো ব্যাটিংয়েই ফিকে হয়ে গেল সুনীল নারাইনের (Sunil Narine) সেঞ্চুরি, গ্যালারিতে ম্লান হল  শাহরুখ খানের ক্যারিশমা। ম্যাচের শেষে নিয়মমাফিক তিনি মাঠে নামলেও, মাঠ প্রদক্ষিণ করলেন না। ইডেনের দর্শকাসন ফাঁকা হয়ে গেল একরাশ মনখারাপ নিয়ে।

তবে, তিনি শাহরুখ খান। তাঁর পরিচয় যেমন মহাতারকা, কেকেআরের মালিক… তেমনই তিনি সুবক্তাও। মঙ্গলবার ম্যাচের শেষে কেকেআরের ড্রেসিংরুমে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানে গিয়ে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দলের সঙ্গে যখন কথা বলছেন তিনি, সেই ঝলক দেখে মনে পড়ে যায় ‘চক দে ইন্ডিয়া’ (Chak De! India)-র কবীর খানকে। দলকে উজ্জীবিত করতে শাহরুখের মতো মহৌষধি বোধহয় আর নেই।

কেকেআরের তরফ থেকে প্রকাশ করা হয়েছে দলের ড্রেসিং রুমের একটি ভিডিও। সেখানেই কিং খানকে বলতে শোনা গেল, ‘জীবনে এমন অনেক দিন আসে, যেদিন আমাদের হারা উচিত নয়। আবার এমন অনেক দিন আসে, যেদিন জিতে যাওয়াও উচিত নয়। খেলার ক্ষেত্রে তো এই বিষয়টা খুব হয়। এক একটা দিন সমস্ত হিসাবের গোলমাল হয়ে যায়। তবে আজ আমাদের হেরে যাওয়া উচিত ছিল না। প্রত্যেকে ভীষণ ভাল খেলেছো। প্লিজ কেউ মনখারাপ কোরো না, মুখ ভার করে রেখো না। জয়ের পরে যতটা আনন্দ নিয়ে চেঞ্জিংরুমে ফেরো, তেমনই থাকো। হতাশ হওয়ার মতো কিচ্ছু হয়নি। আসল জিনিসটাই হল আমাদের এনার্জি, উৎসাহ। মাঠে সেটা ভরপুর ছিল। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভাল সম্পর্কও মাঠে ধরা পড়েছে। সত্যি বলছি, আজকের দিনটা আমার কাছে গর্বের। আমি কারও একার নাম নিতে চাই না। জিজি (গৌতম গম্ভীর) খারাপ কোরো না। আজকের দিনটা বোধহয় ভগবান এমনভাবেই ঠিক করেছিলেন। হয়তো উনি আমাদের জন্য আরও ভাল কিছু পরিকল্পনা করে রেখেছেন। আগামীর জন্য শুভেচ্ছা।’

(Feed Source: abplive.com)