‘TMC-র লু থেকে বাঁচতে পদ্ম ফুলের গন্ধ মাখা হাওয়া খান’, গরম মোকাবিলায় দাওয়াই দিলীপের

‘TMC-র লু থেকে বাঁচতে পদ্ম ফুলের গন্ধ মাখা হাওয়া খান’, গরম মোকাবিলায় দাওয়াই দিলীপের

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। কোথাও কোথাও তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি ছুঁইছু্ঁই। তাই এবার ভোট প্রচারে দিলীপ ঘোষের (Dilip Ghosh) অস্ত্র হাতপাখা। তীব্র গরমে পথ চলতি মানুষকে কিছুটা স্বস্তি দিতে হাত পাখা বিলি দিলীপের। সেই সঙ্গে গরমের হাত থেকে নিজেদের রক্ষার স্বার্থে দিলেন টিপসও।

তৃণমূলের লু থেকে বাঁচতে বিজেপির পদ্ম ফুলের গন্ধ মাখা হাওয়া খান। গরমের মোকাবিলায় এবার হাতপাখা দাওয়াই দিলীপ ঘোষের। রবিবার বর্ধমান শহরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে হাতপাখা বিলি করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। এর আগে প্রচারে নেমে নিজের ছবি আঁকা চায়ের কাপে সাধারণ মানুষকে চা খাইয়েছিলেন দিলীপ ঘোষ। এবার নাম, ছবি, দলীয় প্রতীক আঁকা হাতপাখা বিলি করলেন বিজেপি প্রার্থী। গরমের হাত বাঁচতে ভোটারদের দিলেন টিপস।

বিজেপি নেতার কথায়, ‘আমার মনে হয়েছে মানুষের হাতে যদি হাতপাখা দিই, সে দোকানদার হোক, পথ চলতি মানুষ হোক বা গ্রামের মানুষ তাদের এটা কাজে লাগবে। আপনারাও হাওয়া খেয়ে দেখতে পারেন, পদ্ম ফুলের কী সুন্দর মিষ্টি হাওয়া। তৃণমূলের লু নয়, বিজেপির মিষ্টি হাওয়া। তৃণমূলেরর তো গরম হওয়া, আমাদের একদম ঠান্ডা, মিষ্টি, পদ্ম ফুলের গন্ধের হাওয়া।’

এদিকে,  তীব্র গরমের মধ্যে যখন নাওয়া-খাওয়ার অনিয়মই দস্তুর, তখন শরীর সুস্থ রাখাটাও চ্যালেঞ্জ দিলীপ ঘোষের কাছে। প্রাতর্ভ্রমণের পাশাপাশি খাওয়া দাওয়াও করছেন একদম রুটিনে। সকালে আটার রুটি আর সবজি খেয়ে জনসংযোগে বেরোন তিনি। দুপুরের খাওয়া কখনও দলীয় কর্মী-সমর্থকের বাড়িতে, কখনও ভরসা হোটেল। গরমে নিরামিষ খাবারই পছন্দ করেন দিলিপ ঘোষ, পাতে থাকে ভাত, স্যালাড, পেঁয়াজ পোস্ত, শুক্তো, শাকের তরকারি, পোস্ত বড়া, ডাল, করলা ভাজা। মাছ খেলে পছন্দ করেন কুচো মাছ। দিলীপ ঘোষ জানান, আম পোড়া শরবত, বাড়িতে বানানো টক দই খাবার পরামর্শ দিচ্ছেন, আর খুব কাজ ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন।

(Feed Source: abplive.com)