ডায়াবেটিসে বিশাল ম্যাজিক! রোজ ৪টি পাতা চেবালেই বাজিমাত, পালাবার পথ পাবেনা সুগার

ডায়াবেটিসে বিশাল ম্যাজিক! রোজ ৪টি পাতা চেবালেই বাজিমাত, পালাবার পথ পাবেনা সুগার

High Blood Sugar Control Tips: দিনে ৩ থেকে ৪টি পাতাতেই জব্দ হবে ব্লাডসুগার

ডায়াবেটিস অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ হু হু করে বাড়ছে, দিনের পর দিন দেশের বহু মানুষ ব্লাডসুগারে আক্রান্ত

যে হারে দেশে মধুমেহতে আক্রান্তের সংখ্যা বাড়ছে সেদিক থেকে ভারতকে ডায়াবেটিসের রাজধানীও বলা হয়ে থাকে ৷

ব্লাডসুগারকে নীরব ঘাতকও বলা হয়, কেননা মধুমেহ নিঃশব্দে কেড়ে নিতে পারে প্রাণ ৷

ভুল জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে সব বয়সের মানুষই এই রোগের শিকার হচ্ছেন।

বিপজ্জনক বিষয় হল যে একবার কোনও ব্যক্তি এই রোগের শিকার হয়ে গেলে, এটি কখনও চিরমুক্তি হয়না, ডায়াবেটিস নিয়ন্ত্রিত করতে পারে ৷ প্রতীকী ছবি ৷

ওষুধপত্রের সঙ্গে সঙ্গে বেশ কিছু সুভ্যাস, ভাল জীবনশৈলী, খাবার দাবারের সংযম নিয়ন্ত্রিত করতে পারে ডায়াবেটিসকে ৷

ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি প্রাকৃতিক উপায় (Diabetes Control Remedies) আছে যার সাহায্যে অতি সহজেই ডায়াবেটিস নিয়ন্ত্রিত হতে পারে ৷

এএটি শরীরে ভালভাবে গলে যায় এবং দ্রবীভূত হয়, যার কারণে শরীরে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়।

ই অবলম্বন করলে ওষুধের মত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। পেয়ারা পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে ৷

এই কারণেই কচিপাতা বাছতে পারলে অত্যন্ত ভাল হতে পারে । ৩ থেকে চারটি পাতা জলে ধুয়ে নিন ৷ তারপরেই চিবিয়ে ফেলুন ৷

চেবানোর সময় পাতা থেকে রস বের হবে, যা অত্যন্ত উপকারী। চেবানোর পর পাতার অবশিষ্ট অংশ বা ছিবড়ে থু করে কুলকুচি করে ফেলতে হবে ৷

এই সুপারহিট পদ্ধতিতেই ব্লাডসুগারে উপকার পাওয়া সম্ভব । শরীর থাকবে এক্কেবারে ফিট ৷

ডায়াবেটিসের রোগীদের এটি শুধুমাত্র রাতে খাওয়া উচিত । তবেই চোখে পড়ার মত ফল পাবেন ৷

উপরোক্ত বিষয়গুলি আসলে ঘরোয়া টোটকা কোনও চিকিৎসা বা ওষুধপত্রের বিকল্প নয়, ব্যবহারিক প্রয়োগের আগে চিকিৎসকের পরামর্শ নিন ৷

(Feed Source: news18.com)