হাল ছাড়ল পিসিবি! রোহিতদের পাকিস্তানে নিয়ে যেতে আইসিসিই ভরসা

হাল ছাড়ল পিসিবি! রোহিতদের পাকিস্তানে নিয়ে যেতে আইসিসিই ভরসা

নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে নাও যেতে পারে ভারতীয় দল। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বিসিসিআই সুত্র মারফত এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে চাপানউতর। আপাতত ভারতকে রাজি করানোর ভার আইসিসি-র হাতে ছেড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, চ্যাম্পিয়ান্স ট্রফি নিয়ে কলম্বোতে বৈঠকে বসেছিল আইসিসি। টুর্নামেন্টের বাজেট অনুমোদন করা হয়েছে। তবে পিসিবি-র বক্তব্য, টুর্নামেন্টের সূচি এবং কোথায় ম্যাচ হবে তা নিয়ে আলোচনা হয়নি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, “আইসিসি-কে টুর্নামেন্টের সূচি এবং ভেন্যুর খসড়া পাঠিয়েছে পিসিবি। সেমিফাইনাল এবং ফাইনাল (টিম ইন্ডিয়া উঠলে)-সহ ভারতের সমস্ত খেলাই লাহোরে রাখা হয়েছে। এখন বাকিটা আইসিসি-র উপর নির্ভর করছে। তারা কত তাড়াতাড়ি সূচি চূড়ান্ত করবে সেটা তাদের ব্যাপার।”

জানা গিয়েছে, কলম্বোয় অনুষ্ঠিত আইসিসি-র বৈঠকে পিসিবি-র চেয়ারম্যান মহসিন নকভি এবং বিসিসিআই-এর সচিব জয় শাহের মধ্যে কোনও আনুষ্ঠানিক বার্তালাপ হয়নি। মজার বিষয় হল, ভারতীয় দলের জন্য পাকিস্তানের বদলে অন্য কোথাও ম্যাচ আয়োজন করতে হলে যে বাড়তি খরচ হবে, তার জন্য ইতিমধ্যেই বাজেট বরাদ্দ করেছে আইসিসি। তাই পুরো বিষয়টা আইসিসির হাতে ছেড়ে দেওয়া ছাড়া পাকিস্তানের অন্য উপায় নেই। বিসিসিআই আগাগোড়া জানিয়ে এসেছে, ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে কি না, সেটা নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের উপর।

২০২৩ এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু ভারত রাজি হয়নি, শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে হাইব্রিড মডেলে এশিয়া কাপের আয়োজন করতে হয়। চ্যাম্পিয়ান্স ট্রফির পরিণতিও সেদিকেই যাচ্ছে বলে অনুমান করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। ২০০৮ সালের এশিয়া কাপে শেষবার পাকিস্তানে খেলতে গিয়েছিল ভারতীয় দল। সেবার করাচিতে ফাইনাল ম্যাচে শ্রীলঙ্গকার কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। তারপর থেকে আর প্রতিবেশী দেশে আর পা রাখেনি মেড ইন ব্লু।

(Feed Source: news18.com)