উত্তর ২৪ পরগনা: ফের টেলি অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় কুপ্রস্তাব। ব্যারাকপুর সাইবার প্রাইম থানায় দায়ের করা হল অভিযোগ। জানা যায়, বরানগর এলাকার বাসিন্দা ওই টেলি অভিনেত্রীকে কাজ দেওয়ার নাম করে কুপ্রস্তাব দেওয়া হয়।
অভিযোগ, এস সেনগুপ্ত ও বিপ্লব দাস নামে এক ব্যক্তির দুটো আলাদা ফেসবুক প্রোফাইল থেকে তার কাছে কাজের প্রস্তাব আসে। সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করে জানিয়েছেন অভিনেত্রী।
এবং তারপর থেকেই যথেষ্ট আতঙ্কে রয়েছেন টলিপাড়ার এই চেনা অভিনেত্রী। যদিও এই ধরনের কাজ করার প্রস্তাব পেয়ে, তিনি উৎসাহী নন বলেও জানিয়ে দেন। এরপরই তার মেসেঞ্জারে বেশ কিছু অশ্লীল ভিডিও ছবি পাঠানো হয় তাকে বলে অভিযোগ জানান অভিনেত্রী। যদিও পরবর্তীতে সেগুলি ডিলিট করে দেওয়া হয়, আর তার আগেই স্ক্রিনশট তুলে রাখেন অভিনেত্রী।
সেই সমস্ত অশ্লীল কথোপকথন ও স্ক্রিনশট দিয়ে ব্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি মডেলিং পেশা হওয়ায় কাজের প্রস্তাব দিয়ে এহেন আচরণে তিনি যথেষ্টই আতঙ্কিত বলেও জানান।
পেশাগত ক্ষতি ও সম্মানহানি থেকে বাঁচতে পুলিশের সাহায্য প্রার্থনা করেছেন এই অভিনেত্রী। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও জানা গেছে অভিযুক্তদের মধ্যে একজন ভারতীয় জনতা পার্টি সঙ্গে যুক্ত।
Rudra Narayan Roy
(Feed Source: news18.com)