টার্গেট তৃতীয় অলিম্পিক পদক!লক্ষ্য সেন-প্রণয়ের সঙ্গে অভিনব অনুশীলন পিভি সিন্ধুর

টার্গেট তৃতীয় অলিম্পিক পদক!লক্ষ্য সেন-প্রণয়ের সঙ্গে অভিনব অনুশীলন পিভি সিন্ধুর

শুভব্রত মুখার্জি:- ভারতের অলিম্পিক গেমসের ইতিহাসে অন্যতম সেরা অলিম্পিয়ান পিভি সিন্ধু। ইতিমধ্যেই দুটি অলিম্পিক পদক রয়েছে তাঁর ঝুলিতে। প্যারিস গেমসে তিনি তাঁর তৃতীয় পদকের জন্য লড়াই করবেন‌। বছরের প্রথম দিকে ফর্মে না থাকলেও পরের দিকে তিনি ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। বদল করেছেন তাঁর ব্যক্তিগত কোচও। এমন আবহে ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন প্যারিসে। সেখানে শেষ বেলার অনুশীলনে মগ্ন তারকা। নিজের তৃতীয় পদক জয়ের লক্ষ্যে বেশ অভিনব কায়দায় অনুশীলন করতে দেখা গেল তাঁকে।প্যারিস গেমসে ভারতীয় ব্যাডমিন্টন দলের দুই পুরুষ সদস্য লক্ষ্য সেন এবং এইচ এস প্রনয়ের সঙ্গে খেলেই প্রস্তুতি সারতে দেখা গেল তাঁকে। তাঁর চোখে মুখে অলিম্পিক পদক জয়ের প্রত্যয় ছিল স্পষ্ট।

প্রসঙ্গত ২০১৬ রিও অলিম্পিক গেমসের মহিলা সিঙ্গেলসের ফাইনালে ক্যারোলিনা মারিনের কাছে হেরে গিয়ে তিনি সেবার রুপো পেয়েই সন্তুষ্ট থাকেন। টোকিও অলিম্পিক গেমসে ভারতীয় তারকা শাটলার পান ব্রোঞ্জ। এবার প্যারিসে তাঁর তৃতীয় অলিম্পিক পদক জয় লক্ষ্য তো বটেই,আরো লক্ষ্য এই পদকের রঙ বদলে ফেলার। সম্প্রতি প্যারিসে গেমস ভিলেজের প্রস্তুতি কোর্টে সিন্ধুর অনুশীলনের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দেখা গেছে এই ভারতীয় শাটলার পরপর ম্যাচ খেলছেন লক্ষ্য সেন এবং এইচ এস প্রনয়ের বিরুদ্ধে। পরবর্তীতে দেখা যায় প্রনয়ও একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে তিনি সিন্ধু এবং লক্ষ্যর বিরুদ্ধে পরপর ম্যাচ খেলে তাঁর প্রস্তুতি সারছেন।

সম্প্রতি ভারতে অলিম্পিক্সের অফিসিয়াল ব্রডকাস্টার জিও সিনেমাকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে তিনি তাঁর তৃতীয় অলিম্পিক পদকের বিষয়টি উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য ‘প্যারিসে তৃতীয় অলিম্পিক পদক জয়ের সম্ভাবনা আমাকে বাড়তি তাগিদের জোগান দিচ্ছে। আমি সোনার পদক জয়ের জন্য নিজের সেরাটা উজাড় করে দেব। আমার কাছে অলিম্পিক হল সেই ইভেন্ট যেখানে আমি আমার ২০০ শতাংশ উজাড় করে দিই। ২০১৬ এবং ২০২০ সালে আমার অলিম্পিক গেমসের যে সফর ছিল তা আমার কাছে খুব সুখকর একটা মুহূর্ত ছিল। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমস আমার কাছে একটা নতুন শুরু। যা খুশি হয়ে যাক না কেন আমি আমার সেরাটা উজাড় করেই দেব।’

(Feed Source: hindustantimes.com)