ঝাঁঝ বাড়ছে যুদ্ধের, লেবানন থেকে ভারতীয়দের দেশে ফিরতে বলা হল, আপদকালীন নম্বর-ইমেল প্রকাশ

ঝাঁঝ বাড়ছে যুদ্ধের, লেবানন থেকে ভারতীয়দের দেশে ফিরতে বলা হল, আপদকালীন নম্বর-ইমেল প্রকাশ

নয়াদিল্লি: ইজরায়েল বনাম হামাসের যুদ্ধ আট মাসে পড়তে চলেছে। সেই আবহে এবার লেবানন থেকে ভারতীয়দের দেশে ফিরে আসার পরামর্শ। লেবাননের ভারতীয় দূতাবাসের তরফে সতর্কতা জারি করে ভারতীয়দের দেশে ফেরার পরামর্শ দেওয়া হল। নতুন করে লেবাননে হামলা চালিয়েছে ইজরায়েল। ইরান আবার ইজরায়েলে হামলার প্রস্তুতি নিয়েছে। এমন পরিস্থিতিতে উত্তাপ বাড়ছে পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে, তার জেরেই ভারতীয়দের দেশে ফিরতে বলা হল। (Indians in Lebanon)

লেবাননে ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘সাম্প্রতিক ঘটনাবলী এবং লেবাননের উপর আসন্ন বিপদ আঁচ করে ভারতীয় নাগরিকদের লেবানন না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই পরামর্শই বহাল থাকবে’। লেবাননে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে বলা হয়, ‘সমস্ত ভারতীয় নাগরিককে লেবানন ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও কারণে যাঁদের থাকতেই হবে, তাঁদের সতর্ক থাকতে বলা হচ্ছে। যত্রতত্র না গিয়ে বেইরুটে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন’। (Israel-Hamas War)

লেবাননে বসবাসকারী ভারতীয়দের জন্য আপদকালীন ফোন নম্বর এবং ইমেল আইডি-ও প্রকাশ করা হয়েছে, cons.beirut@mea.gov.in 96176860128. ভারতের পাশাপাশি, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার তরফেও নাগরিকদের দেশে ফিরতে বলা হয়েছে। যত দ্রুত সম্ভব নিরাপদে দেশে ফিরতে বলা হয়েছে সকলকে।

গত বছর অক্টোবর মাসের গোড়ায় ইজরায়েল এবং হামাসের মধ্যে নতুন করে যুদ্ধ বাধে। যত সময় এগিয়েছে, ততই আগ্রাসন বাড়িয়েছে ইজরায়েল। এমনকি গাজায় তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠেছে। দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ঘোষণা করার দাবিও জমা পড়েছে আন্তর্জাতিক আদালতে।

সেই আবহেই সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ে খুন হন। খুন হন তাঁর এক দেহরক্ষীও। ইজরায়েলি হানাতেই ইসমাইল এবং তাঁর দেহরক্ষী খুন হয়েছেন বলে জানায় ইজরায়েলের রেভলিউশনারি গার্ড কর্পস। হামাস জানায়, বিশ্বাসIঘাতক ইহুদি হামলায় হানিয়েকে খুন করা হয়েছে। সেই নিয়ে পরিস্থিতি আরও তেতে উঠেছে। ইজরায়েল আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরান।

এই যুদ্ধে লেবাননের হেজবোল্লা সংগঠনের অবস্থান বরাবরই ইজরায়েলের বিরুদ্ধে। প্যালেস্তাইনে ইজরায়েলি হামলার জবাবে তারাও ইজরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, পাল্টা জবাব দিয়েছে ইজরায়েলও। সেই আবহেই সম্প্রতি ফের লেবাননে হামলা চালায় ইজরায়েল। তাই পরিস্থিতি আরও ঘোরাল হয়ে উঠতে পারে বলে আঁচ করেই ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দিল্লি।

(Feed Source: abplive.com)