ঝাঁঝ বাড়ছে যুদ্ধের, লেবানন থেকে ভারতীয়দের দেশে ফিরতে বলা হল, আপদকালীন নম্বর-ইমেল প্রকাশ
নয়াদিল্লি: ইজরায়েল বনাম হামাসের যুদ্ধ আট মাসে পড়তে চলেছে। সেই আবহে এবার লেবানন থেকে ভারতীয়দের দেশে ফিরে আসার পরামর্শ। লেবাননের ভারতীয় দূতাবাসের তরফে সতর্কতা জারি করে ভারতীয়দের দেশে ফেরার পরামর্শ দেওয়া হল। নতুন করে লেবাননে হামলা চালিয়েছে ইজরায়েল। ইরান আবার ইজরায়েলে হামলার প্রস্তুতি নিয়েছে। এমন পরিস্থিতিতে উত্তাপ বাড়ছে পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে, তার জেরেই ভারতীয়দের দেশে ফিরতে বলা হল। (Indians in Lebanon) লেবাননে ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘সাম্প্রতিক ঘটনাবলী এবং লেবাননের উপর আসন্ন বিপদ আঁচ করে ভারতীয়…