আরজি কর কাণ্ডে সরব বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত, CBI তদন্তের ‘আশা’ অভিনেত্রীর

আরজি কর কাণ্ডে সরব বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত, CBI তদন্তের ‘আশা’ অভিনেত্রীর

মুম্বই: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Medical College And Hospital) মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনের তদন্ত চলছে (Lady Doctor Murder)। আর এই ঘটনায় সরব গোটা দেশের চিকিৎসক মহল। শহরে ইতিমধ্যেই ‘বিচার চাই’ স্লোগান তুলে রাস্তায় নেমেছেন বিশিষ্টরা। এবার এই ঘটনায় মুখ খুললেন বিজেপির নব নির্বাচিত সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সিবিআই তদন্তের দাবি জানালেন পোস্টে।

আরজি কর কাণ্ডে সরব কঙ্গনা রানাউত

শহরের সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য, দেশ, রাজনীতি। সরব বিনোদন দুনিয়ার মানুষেরাও। এবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ খুললেন কঙ্গনা। বিভিন্ন বিষয়েই তিনি খোলাখুলি মন্তব্য করতেই পছন্দ করেন। এদিন পোস্ট করে তিনি সিবিআই তদন্তের দাবি জানান। মামলার একাধিক তথ্য নিজের পোস্টে তুলে ধরেন তিনি।

ঘটনাটিকে ‘সাংঘাতিক ও ভয়ানক’ সম্বোধন করে অভিনেত্রী লেখেন, ‘কলকাতায় রাজ্য সরকারের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা ট্রেনি চিকিৎসককে খুনের ঘটনা সাংঘাতিক ও ভয়ঙ্কর। স্নাতোকত্তর মহিলা ট্রেনি চিকিৎসকের অর্ধনগ্ন দেহ পাওয়া যায় শুক্রবার সকালে সেমিনার হলে। তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং তাঁর শরীরে মিলেছে একাধিক ক্ষতের চিহ্ন। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের পূর্বে যৌন নির্যাতনের ইঙ্গিত রয়েছে। আমি আশা করছি যে এই ঘটনার সম্পূর্ণ জিজ্ঞাসাবাদ ও তদন্তের জন্য মামলা সিবিআইকে দেওয়া হবে এবং নির্যাতনকারীর কঠোরতম শাস্তি হবে।’

অন্যদিকে, আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনকাণ্ডে মুখ্যমন্ত্রী পুলিশকে রবিবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিলেন। পাল্টা ৪৮ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনকারী পড়ুয়া-চিকিৎসকরা। নানা প্রান্তে চিকিৎসকদের কর্মবিরতির জন্য ব্যহত স্বাস্থ্য ব্যবস্থা। একাধিক হাসপাতালে এসে বিনা চিকিৎসায় ফিরে যেতে হচ্ছে রোগীদের। কিন্তু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একাধিক দাবিতে অটল আন্দোলনকারী চিকিৎসকেরা।

এছাড়া আরজি কর মেডিক্যাল কলেজে জেনারেল বডির মিটিংয়ের পর আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, SIT-র তদন্তে তাঁরা সন্তুষ্ট নন। তাঁরা চান বিচারবিভাগীয় তদন্ত। গতকাল রাত আড়াইটে পর্যন্ত আরজি কর হাসপাতালে GB মিটিংয়ে ৬ দফা দাবি পেশ করে আন্দোলনকারী পড়ুয়া-চিকিৎসকরা জানিয়ে দেন, ১৪ অগাস্টের মধ্যে পুলিশকে তদন্ত শেষ করতে হবে। এর পাশাপাশি, CC ক্যামেরার ফুটেজ ও পোস্টমর্টেম রিপোর্ট সামনে আনা-সহ ৬ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়ে দেন রাজ্যের ২১টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।

(Feed Source: abplive.com)