CFL-এ ৪-০ গোলে জয় ইস্টবেঙ্গলের! গোলদাতা এডউইন,জেসিন ও আজাদ! ৯ ম্যাচে ২৫ পয়েন্ট…

CFL-এ ৪-০ গোলে জয় ইস্টবেঙ্গলের! গোলদাতা এডউইন,জেসিন ও আজাদ! ৯ ম্যাচে ২৫ পয়েন্ট…

কলাকাত লিগের ম্যাচে বড় জয় পেল ইমামি ইস্টবেঙ্গল দল। কালিঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলল বিনো জর্জের ছেলেরা। তুলনামুলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই বলের পজিশন নিজেদের দখলেই রেখেছিলেন এনউইন, আজাদরা। ম্যাচে সময় যতই গড়াতে থাকে, খেলায় তত বেশি জাঁকিয়ে বসেন লালহলুদ ফুটবলাররা। শেষ পর্যন্ত ৪-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েই মাঠ ছাড়ল জেসিন, এডউইনরা। ভারি বর্ষণশিক্ত মাঠেও কখনই দেখে মনে হয়নি ইস্টবেঙ্গলের ফুটবলারদের খেলতে অসুবিধা হয়েছে। বরং লালহলুদের তরুণ ব্রিগেড যে ফুটবলটা উপহার দিল, তাতে আসন্ন আইএসএলের আগে সিনিয়র দলের কোচ কার্লেস কুয়াদ্রাত বেশ স্বস্তিতেই থাকবেন। কারণ আজাদ, জেসিনরা যে ফুটবলটা ধারাবাহিকভাবে খেলে আসছেন, তাতে সিনিয়র দলের রিজার্ভ বেঞ্চেরও শক্তিও যথেষ্ট বাড়তে চলেছে।

ম্যাচের ২৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় ইস্টবেঙ্গল ক্লাব। কালিঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের বিপক্ষে কর্নার থেকে তন্ময়ের ভাসানো বলে জোরালো হেডে গোল করে যান জেসিন টিকে। এরপর বৃষ্টির জন্য খেলায় গতি কিছুটা কমে, ১-০ গোলে এগিয়ে থেকে লেমন ব্রেকে যায় ইস্টবেঙ্গল। বিরতির পরই ফের ছন্দময় আক্রমণ শুরু করে লালহলুদ। ৫৭ মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করে যান এডউইন। তাঁর নেওয়া ডান পায়ের জোরালো শট প্রতিহত করার কোনও চেষ্টাই করতে পারেননি কালিঘাট দলের গোলরক্ষক, ২-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

ম্যাচের ৭৫ মিনিটে একটি গোললাইন সেভ দেয় কালিঘাট দল, কিন্তু কয়েক মূহূর্তের মধ্যেই বক্সের ভিতর থেকে বাঁক খাওয়ানো শটে গোল করে ইস্টবেঙ্গলের ব্যবধান বাড়ান আজাদ। দৃষ্টিনন্দন গোল দেখে মুগ্ধ হয়ে যায় গ্যালারিতে উপস্থিত সমর্থকরা। ৮০ মিনিটে ফের গোলের দেখা পায় লালহলুদ, এবার নিজের দ্বিতীয় গোলটি করেন এডউইন। প্রথম গোলটি করেছিলেন ডান পায়ে, দ্বিতীয় গোলটি করেন  বাঁপায়ের নিখুঁত প্লেসিংয়ে। ৪-০ গোলে এগিয়ে যায় লালহলুদ শিবির।

কলকাতা লিগে এই জয়ের ফলে লিগের সুপার সিক্সে থাকা তো বটেই, বরং লিগ জয়ের দিকেও জোরালোভাবে রইল লালহলুদ শিবির। কারণ আত্মবিশ্বাসের দিক থেকে অনেক দলের থেকেই বেশ ভালো জায়গায় রইল লালহলুদ। ডিফেন্সে হিরা মণ্ডল নেতৃত্ব দেন। কোনও গোল না খেয়ে মাঠ ছাড়ায় স্বভাবতই খুশি কোচ বিনো জর্জ। এই নিয়ে ৯ ম্যাচে ৮টি ম্যাচেই জিতল ইস্টবেঙ্গল, ড্র করেছে একটি ম্যাচে।

(Feed Source: hindustantimes.com)