চেয়েছিলেন মোহনইস্ট বিতর্কে ফায়দা তুলতে! বাজাজের নিজের দলেরই আইলিগ থেকে অবনমন হল!
আইলিগ থেকে অবনমন হয়ে গেল রঞ্জিত বাজাজের ক্লাব দিল্লি এফসির। আইলিগে ২০ ম্যাচের পর আপাতত তাঁদের পয়েন্ট এখন ১৩। ফলে আগামী ২ ম্যাচ জিতলেও তাঁদের সর্বোচ্চ পয়েন্ট দাঁড়াবে ১৯। কিন্তু সেই পয়েন্ট নিয়েও কোনওভাবেই তাঁরা আইলিগে টিকে থাকতে পারবেন না। তাই ২ ম্যাচ বাকি থাকতেই অবনমন হয়ে গেল বাজাজের দলের। দিল্লি এফসি আইলিগের ২০তম রাউন্ডেরম ম্যাচে খেলতে নেমেছিল রিয়াল কাশ্মিরের বিরুদ্ধে। সেখানে ২-১ গোলে কাশ্মীরের দল জিততেই দিল্লি এফসির আইলিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে যায়। নিয়ম মতো আইলিগ থেকে…