দেখতে দেখতে ১৯ দিন অতিক্রান্ত! আর জি করের চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণের মামলায় এখনও আশার আলো দেখতে পাচ্ছে না আম জনতা। চারিদিকে একটাই রব ‘বিচার চাই’। এই মামলায় নিয়ে শুরু থেকেই সরব টলিউড তারকারা। যার মধ্যে একদম প্রথম সারিতে রয়েছেন সোহিনী সরকার। প্রথম থেকেই ময়দানে নেমে লড়াই করছেন সোহিনী। অথচ এর মধ্যে কোথাউ দেখা যায়নি অনির্বাণ ভট্টাচার্যকে। সেই নিয়ে কম সমালোচনার মুখে পড়েননি অনির্বাণ।
ধেয়ে এসেছে কটাক্ষ, ট্রোলিং। অনির্বাণ নীরব হলেও আর জি কর ইস্যুতে চুপ নেই তাঁর স্ত্রী মধুরিমা গোস্বামী। ফেসবুকে প্রতিবাদের সুর চড়িয়েছেন তিনি। সোহিনী সরকারদের উদ্যোগে তৈরি ‘আমরা তিলোত্তমা’ নামক সংগঠনেরও অন্যতম সদস্যা মধুরিমা। বুধবার রাতে আর জি কর কাণ্ড নিয়ে ফেসবুক লাইভে আসেন সোহিনী-মধুরিমারা। অনির্বাণ ঘরণী নিজে নাট্যজগতের পরিচিত মুখ। মূলত মাইম শিল্পী তিনি। আগামি ১লা সেপ্টেম্বর তিলোত্তমার বিচার চেয়ে পথে ফের নামছেন সোহিনী-মধুরিমারা।
ওই দিন দুপুরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে হাঁটবেন তাঁরা। সেখানে নারী ও তৃতীয় লিঙ্গের মানুষের সুরক্ষা বিষয়ে কিছু প্রশ্ন তোলা হবে বলে জানান সোহিনী। অভিনেত্রী বলেন, ‘বাংলায় ৪৫ হাজার ধর্ষণের ঘটনার মামলার এখনও নিষ্পত্তি হয়নি। আদালতেই মামলাগুলি পড়ে রয়েছে। এমন অনেক প্রশ্ন নিয়ে সে দিন আমরা রাস্তায় নামছি।’
মধুরিমা জানান, আর জি কর ইস্যুতে প্রতিবাদ জানানোর জন্য শিক্ষা দফতর থেকে হাওড়ার তিনটে স্কুলকে শো-কজ নোটিশ পাঠানোর খবর পেয়ে ‘আমরা তিলোত্তমা’-র পক্ষ থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া-সহ সংশ্লিষ্ট একাধিক দফতরে পাঠানো হয়েছে। মধুরিমা বলেন, ‘এই ঘটনা আমাদের খুব অদ্ভুত লেগেছে। আমরা একটি চিঠি পাঠিয়েছি সংশ্লিষ্ট দফতরে।’ চিঠি গিয়েছে মাননীয় হোম সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল, মাননীয় চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল, মাননীয় শিক্ষা মন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয় এবং মাননীয় শ্রী বিনোদ কুমার মহাশয়ের কাছেও।
১লা সেপ্টেম্বরের মিছিলে ‘আমরা তিলোত্তমা’র তরফে একাধিক বিষয় নিয়ে প্রতিবাদের সুর চড়ানো হবে। তার অন্যতম হল- আরজি করের স্বৈরাচার ও দুর্নীতির মূল ধারক ও বাহককে গ্রেফতার করতে হবে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দায়িত্বহীনতা এবং প্রমাণ লোপাটের চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ধর্ষণ ও খুনের মামলার নিরপেক্ষ বিচার করতে হবে।
(Feed Source: hindustantimes.com)