#মুম্বই: বুধবার মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবিতে প্রথমবার একসঙ্গে স্ক্রিনে দেখা যাবে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে। বলিউডে জোর গুঞ্জন, এই ছবিতে নাকি ক্যামিও করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। করণ জোহর কিছুদিন আগেই বলেছিলেন, ছবিতে ক্যামিও করতে দেখা যাবে শাহরুখ খানকে। তার পরেই জোর গুঞ্জন, শুধু শাহরুখ নয়, ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও। (Deepika Padukone in Brahmastra)
সত্যিই কি দীপিকাকে দেখা যাবে ব্রহ্মাস্ত্র ছবিতে? রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা ও স্ত্রী আলিয়াকে একসঙ্গে দেখা যাবে এক ছবিতে? বলিউডলাইফের রিপোর্ট, ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। রিপোর্টে দাবি করা হয়েছে, ‘দীপিকা পাড়ুকোনকে ব্রহ্মাস্ত্র ছবিতে ক্যামিও করতে দেখা যাবে। করণ জোহর ও অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে এতটাই ভালো সম্পর্ক দীপিকার যে, তিনি না করতে পারেননি।’
ব্রহ্মাস্ত্র পার্ট ১-এর নাম শিব। ব্রহ্মাস্ত্রকে যাকে অনেকে লর্ড অফ দ্য রিংসের মতো ফ্যান্টাসি মহাকাব্যগুলির ভারতীয় ভার্সনবলে অভিহিত করছে। ছবিটির ভিজ্যুয়াল এফেক্ট কেমন হবে তা নিয়ে অনেক উত্তেজনা ছড়িয়েছে। ট্রেলারের ঝলকেই রয়েছে লার্জার দ্যান লাইফ-এর স্বাদ, গল্পের শুরু থেকে শেষ রোমাঞ্চ-কল্পনা-অ্যাকশন-প্রেমের দারুণ মিশেল যা দর্শকের মন জয় করবেই। দীর্ঘ সময় ধরে এই ছবির মুক্তি পিছনোর পর অবশেষে আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।
ব্রহ্মাস্ত্র ছবিতে রণবীর কাপুর, আলিয়া ভাট ছাড়াও দেখা যাবে অমিতাভ বচ্চন, মৌনি রায়, নারার্জুনকে। লার্জার দ্যান লাইফ, অসামান্য ভিএফএক্স, প্রেম, অ্যাকশন নির্ভর এই ছবির ট্রেলারেই বাজিমাত করেছে। এবার দীপিকাকে সেই ছবিতে ক্যামিও করতে দেখা গেলে দর্শকমহলে আরও উত্তেজনা বাড়বেই।