নয়াদিল্লি: যত দিন যাচ্ছে, ধনীরা আরও বিত্তশালী হচ্ছেন, দরিদ্ররা আরও দরিদ্র হচ্ছেন বলে একাধিক সমীক্ষায় উঠে এসেছে ইতিমধ্যেই। সম্পদবৃদ্ধির নিরিখে এবার সকলকে পিছনে ফেলতে চলেছেন ধনকুবের ইলন মাস্ক। পৃথিবীর প্রথম ট্রিলিয়নেয়ার হওয়ার পথে টেসলা কর্তা। আর দু’বছরের মধ্যে, ২০২৭ সাল নাগাদই মাস্ক ট্রিলিয়নেয়ার হতে চলেছেন বলে উঠে এল সমীক্ষায়। (First-Ever Trillionaire)
দুবাইয়ের Informa Connect Academy-র সমীক্ষায় সম্পদবৃদ্ধির নিরিখে মাস্ককে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে। তারা জানিয়েছে, বার্ষিক ১১০ শতাংশ হারে সম্পত্তি বাড়ছে মাস্কের। সম্প্রতি Bloomberg Billionaire Index জানায়, এই মুহূর্তে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ২৪০০০ কোটি ডলারের বেশি। সেই নিরিখে ২০২৭ সালের মধ্যে মাস্কের সম্পত্তি ১ ট্রিলিয়নে গিয়ে ঠেকবে বলে মত Informa Connect Academy-র. ১ ট্রিলিয়ন অর্থাৎ ১০০ লক্ষ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৮৩ লক্ষ কোটি টাকা। (Elon Musk)
ট্রিলিয়নেয়ার হওয়ার দৌড়ে ভারত থেকেও এক শিল্পপতি রয়েছেন বলে জানিয়েছে Informa Connect Academy. তাদের দাবি, ২০২৮ সাল নাগাদ ট্রিলিয়নেয়ার হিসেবে উঠে আসতে পারেন গৌতম আদানি। তিনি পৃথিবীর দ্বিতীয় ট্রিলিয়নেয়ার হতে পারেন। প্রতি বছর ১২৩ শতাংশ হারে তাঁর সম্পত্তি বাড়ছে।
এর পাশাপাশি, Nvidia-র প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং, Meta-র সিইও মার্ক জাকারবার্গ, NVMH-এর বার্নার্ড আর্নো-ও ট্রিলিয়নেয়ার হওয়ার দৌড়ে রয়েছেন। ২০৩০ সাল নাগাদ তাঁরা ট্রিলিয়নেয়ার হতে পারেন বলে জানা যাচ্ছে। সম্পত্তিবৃদ্ধির নিরিখে ভারতীয় শিল্পপতিদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের বিত্তশালীদের সামগ্রিক সম্পত্তি ইতিমধ্যেই ১ ট্রিলিয়ন পেরিয়ে ১.১৯ ট্রিলিয়নে পৌঁছে গিয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯৯.৮৬ লক্ষ কোটি টাকা। ভারতে এই মুহূর্তে ১৮৫ জন বিলয়নেয়ার রয়েছেন।
ভারতীয় ধনকুবেরদের মধ্যেও সবচেয়ে এগিয়ে আদানি। এর পর তালিকায় রয়েছেন মুকেশ আম্বানি। তাঁদের মিলিত সম্পদের পরিমাণ ১০ লক্ষ কোটি টাকার বেশি। এর পরই সাপুরজি পালোঞ্জি পরিবার রয়েছে। এই তিন পরিবারের মোট সম্পদের পরিমাণ ৩ লক্ষ ৬৪ হাজার ৯৩২ কোটি টাকা। Hurun India জানিয়েছে, ২০২৩ সালে প্রতি পাঁচ দিন অন্তর একজন করে বিলিয়নেয়ার হয়েছেন। ১০০০ কোটির বেশি সম্পত্তি, এমন ১৫৩৯ জন ভারতীয় রয়েছেন এই মুহূর্তে।
যদিও Bloomberg Real Time Index বলছে, এশিয়ার মধ্যে মুকেশই ধনীতম ব্যক্তি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১১১ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন আদানি, ৯৯.৬ বিলিয়ন ডলারের সম্পত্তি তাঁর।
(Feed Source: abplive.com)