টলিউড থেকে ভাল ছবির অফার না পাওয়ার আফশোস, দিব্যেন্দু বলছেন, ‘বলিউডে দাদাগিরি নেই’

টলিউড থেকে ভাল ছবির অফার না পাওয়ার আফশোস, দিব্যেন্দু বলছেন, ‘বলিউডে দাদাগিরি নেই’

কলকাতা: বেহালা থেকে বলিউড.. তাঁর সফরের গল্পটা অনেকেরই অজানা। বাঙালি হলেও, তাঁর কাজ শুরু হয়েছিল মায়ানগরী থেকেই। তিনি কলকাতাকে বলেন বাড়ি আর মুম্বইকে বলেন শহর। দুই মহানগরীর প্রতিই তাঁর সমান ভালবাসা। কিন্তু বর্তমানে যখন একের পর এক প্রশ্ন উঠেছে টলিউডে, আঙুল উঠেছে কাজ করার পরিস্থিতির দিকে, সেই সময়ে মুম্বই ইন্ডাস্ট্রির অবস্থা কেমন? সেখানেও কি রয়েছে এই হুমকি সংস্কৃতি? নাকি সেখানে সবাই কাজ পায় নিজের ক্ষমতায়? মুম্বই ইন্ডাস্ট্রির পরিস্থিতির খবর দিচ্ছেন, বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য্য (Dibyendu Bhattacharya)।

দিব্যেন্দু বলছেন, ‘আমার কর্মজগৎ শুরু হয়েছে মুম্বই থেকে। এখানে আমি তেমন বৈষম্য দেখিনি। তবে মানুষ মাত্রেই ভাল হবে বা খারাপ হবে। ইন্ডাস্ট্রিতে কিছু খারাপ মানুষ তো থাকেই। তবে টলিউডে খুব অল্প কাজ করেছি, সেখানেও আমি তেমন বৈষম্য দেখিনি। তবে দুই ইন্ডাস্ট্রিতেই একটা ব্যাপার রয়েছে, বর্ণের জন্য অনেক সময়ে ইতিবাচক চরিত্র পেতে অসুবিধা হয়। তবে এ নিয়ে কারও ওপর দোষ দিয়ে লাভ নেই। এই ধারণা একেবারে সমাজের গভীরে বসে রয়েছে। বর্ণ নিয়ে ছুৎমার্গ শেষ করতে হলে সমাজকে বদলাতে হবে। আমি ভীষণ ভাগ্যবান যে কখনও আমার গায়ের রং দিয়ে চরিত্র বিচার করা হয়নি। আমি সবরকম চরিত্রেই কাজ পেয়েছি। দ্বিতীয়ত, মুম্বই একটা সমুদ্র.. এখানে কারও কাউকে নিয়ে ভাবার সময় নেই। মুম্বইতে দাদাগিরি নেই, কোনও একজন ভগবানও নেই। ‘কেরিয়ার শেষ করে দেব’ বা ‘দেখে নেব’ এই হুমকি যদি কেউ দেন, তাহলে তাঁকেই এক ঘরে করে দেওয়া হয়।’

বলিউডে বিভিন্ন চরিত্রে কাজ.. টলিউডে কেন এত কম কাজ করেন দিব্যেন্দু? অভিনেতা বলছেন, ‘টলিউড থেকে তেমন ভাল অফার পাই না। আমার মনে হয়, টলিউড আমায় টাইপকাস্ট করে ফেলেছে। একটা বিশেষ চরিত্রের বাইরে ভাবতেই পারে না। আমি কিন্তু বলিউডে ইতিবাচক-নেতিবাচক সমস্তরকমের চরিত্রেই অভিনয় করেছি। আসলে টলিউড আমায় একটা বিশেষ ধাঁচের চরিত্রের বাইরে ভাবতে চায় না। আমার মনে হয় টলিউড এখনও আমার ধারাটা বুঝতে পারছে না। বছরে খুব কম অফার আসে টলিউড থেকে, কিন্তু সেই ছবিতে আমার কি করার আছে, সেটা আগে দেখি। যদি দেখি, বিশেষ কিছু অভিনয়ের জায়গা নেই, তাহলে শুধুমাত্র বাংলা ছবি বলে আমি কাজ করতে রাজি হই না।’

(Feed Source: abplive.com)