অন্ধকূপে ফেলে রাখা হয়েছে ইমরানকে? পাকিস্তানের বিরুদ্ধে সরব প্রাক্তন স্ত্রী জেমাইমা

অন্ধকূপে ফেলে রাখা হয়েছে ইমরানকে? পাকিস্তানের বিরুদ্ধে সরব প্রাক্তন স্ত্রী জেমাইমা

লাহৌর: জেলবন্দি ইমরান খানের জন্য এবার পাকিস্তান সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন তাঁর প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ। একাকী, অন্ধকূপে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানকে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। জেমাইমার দাবি, ইমরান জেলের যে কুঠুরিতে বন্দি রয়েছেন, সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সপ্তাহে একদিন সন্তানদের ফোন করার যে অধিকার ছিল ইমরানের, তা-ও কেড়ে নিয়েছে শেহবাজ শরিফের সরকার। (Imran Khan)

এই মুহূর্তে ইসলামাবাদে শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন চলছে। আর সেই আবহেই শেহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন জেমাইমা। জেলে ইমরানের সঙ্গে নিদারুণ ব্যবহার করা হচ্ছে, পরিবার, আইনজীবী কারও সঙ্গে ইমরানকে দেখা করতে দেওয়া হচ্ছে না, আদালতের শুনানিও বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছেন জেমাইমা। (Jemima Goldsmith)

ইমরানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট লিখেছেন জেমাইমা। তাঁর বক্তব্য, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার সন্দানদের বাবা, জেলবন্দি ইমরান খানকে নিয়ে উদ্বেগ বাড়ছে। পাকিস্তান সরকার পরিবার এবং আইনজীবীদের দেখা করতে দিচ্ছে না। .আদালতের শুনানিও বন্ধ রাখা হয়েছে। দুই ছেলে সুলেমান এবং কাসিম খানকে প্রতি সপ্তাহে যে ফোন করতেন ইমারন, ১০ সেপ্টেম্বর থেকে তা-ও বন্ধ। ওঁর কুঠুরিতে আলো নেই, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। কুঠুরির বাইরে পা রাখাও বন্ধ করে দেওয়া হয়েছে। জেলের রাঁধুনিকে পর্যন্ত ছুটিতে পাঠিয়ে দিয়েছে ওরা। অন্ধকারের মধ্যে নির্জন কারাবাসে রাখা হয়েছে ওঁকে। বাইরের দুনিয়ার সঙ্গে কোনও যোগাযোগ নেই। ওঁর নিরাপত্তা এবং সুস্থতা নিয়ে উদ্বিগ্ন আইনজীবীরাও’।

লাগাতার ইমরানের পরিবার এবং অনুগামীদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন জেমাইমা। তাঁর দাবি, লাগাতার ইমরানের পরিবার, পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ দলের সদস্য, এবং ইমরানের সমর্থকদের হেনস্থা করা হচ্ছে। ইমরানের ভাগ্নে একজন সাধারণ নাগরিক। ২০২৩ সালের অগাস্ট মাস থেকে তাঁকে সেনা হেফাজতে বন্দি রাখা হয়েছে। সম্প্রতি ইমরানকে নিয়ে সরব হওয়ায়, শান্তিপূর্ণ মিছিলে যোগ দেওয়ায় তাঁর দুই বোন,  উজমা এবং আলিমা খানকে গ্রেফতার করে জেলে পোরা হয়েছে, আইনি কারণ ছাড়াই। রাষ্ট্রপুঞ্জকে উদ্ধৃত করে জেমাইমা দাবি করেছেন, ইমরানকে সম্পূর্ণ বেআইনি ভাবে বন্দি করে রাখা হয়েছে। অবিলম্বে ইমরান, তাঁর পরিবারের সদস্যদের মুক্তি দিতে হবে বলে দাবি তুলেছেন জেমাইমা।

১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত ইমারন এবং জেমাইমার দাম্পত্য টিকেছিল। তাঁদের দুই সন্তান জেমাইমার সঙ্গে লন্ডন নিবাসী।  এ বছর জুলাই মাসে রাষ্ট্রপুঞ্জের বিশেষজ্ঞরা ইমরানকে বন্দি করে রাখার বিরোধিতা করেন। ইমরানের বিরুদ্ধে ২০০-র বেশি মামলা দায়ের হয়েছে পাকিস্তানে। গত বছর অগাস্ট মাস থেকে জেলবন্দি তিনি।  তাঁর প্রার্থী হওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞাল জারি করা হয়েছে। এবার ইমরানকে নিয়ে সরব হলেন জেমাইমা। তিনি জানিয়েছেন, রাজনৈতিক বিষয়ে তাঁদের মধ্যে মতভেদ রয়েছে। কিন্তু যেভাবে ইমরানকে বন্দি করে রাখা হয়েছে, তা মানবাধিকার এবং আন্তর্জাতিক আিনের পরিপন্থী।

(Feed Source: abplive.com)