Bollywood News: ‘স্ক্রিপ্ট অর্ধেক লেখা…’, আসছে মুন্নাভাই ৩? বড় ইঙ্গিত পরিচালক রাজকুমার হিরানির

Bollywood News: ‘স্ক্রিপ্ট অর্ধেক লেখা…’, আসছে মুন্নাভাই ৩? বড় ইঙ্গিত পরিচালক রাজকুমার হিরানির

Bollywood News: নাম থেকে ছবির বিষয়বস্তু বোঝা যাচ্ছে সহজেই। তবে কাজটা সহজ নয় মোটেই। বরং চ্যালেঞ্জ রয়েছে অনেক। এমনটাই বলছেন পরিচালক।

‘মুন্না ভাই এমবিবিএস’, ‘লাগে রহো মুন্না ভাই’-এর পর এবার মুন্না ভাই ৩! ‘স্ক্রিন’ ম্যাগাজিন লঞ্চের অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিলেন পরিচালক রাজকুমার হিরানি। এই ছবিতেও মুন্না ভাইয়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন সঞ্জয় দত্তই।

রাজকুমার হিরানি বলেছেন, “আমার কাছে মুন্না ভাইয়ের পাঁচটি স্ক্রিপ্ট রয়েছে। কিন্তু সবকটাই অর্ধেক লেখা। প্রতিটা স্ক্রিপ্টের উপর ৬ মাস করে কাজ করেছি। ইন্টারভ্যাল অবধি লেখা হয়েছে। যেমন ‘মুন্নাভাই এলএলবি’, ‘মুন্না ভাই চল বসে’, ‘মুন্নাভাই চলে আমেরিকা’ এরকম সব নাম।”

নাম থেকে ছবির বিষয়বস্তু বোঝা যাচ্ছে সহজেই। তবে কাজটা সহজ নয় মোটেই। বরং চ্যালেঞ্জ রয়েছে অনেক। এমনটাই বলছেন পরিচালক। রাজকুমার হিরানির কথায়, “পরের পার্ট আগের পার্টের চেয়ে ভাল হতে হবে। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার কাছে কিছু ইউনিক আইডিয়া আছে। তবে হ্যাঁ, এমন কিছুই নেই যা রূপালি পর্দায় আগে বলা হয়নি। তবে আমি এই নিয়ে কাজ করছি।”

এই নিয়ে কথা প্রসঙ্গে সঞ্জয় দত্তকেও টেনে আনেন পরিচালক। মজার ছলে বলেন, “মাঝে মধ্যে মনে হয়, ‘ছবি কবে শুরু করবেন’ বলে সঞ্জু হয়ত বাড়িতে এসে হুমকি দেবে। আসলে সঞ্জু সত্যিই আরেকটা মুন্না ভাই ছবিতে কাজ করতে চান।” তিনি এই বিষয়ে “সিরিয়াসলি” ভাবছেন বলেও জানিয়েছেন রাজকুমার হিরানি।

মুন্না ভাই ভারতীয় সিনেমার আইকনিক সিরিজ। সামাজিক বিষয় নিয়ে হালকা চালে সার সত্যটা বলে দেন পরিচালক। ২০০৩ সালে মুক্তি পায় মুন্না ভাই সিরিজের প্রথম ভাই ‘মুন্না ভাই এমবিবিএস’। নাম ভূমিকায় সঞ্জয় দত্ত। এবং তাঁর শাগরেদ সার্কিট ওরফে আরশাদ ওয়ার্সি।

ছবিতে আন্ডারওয়ার্ল্ড ডন মুন্না ভাই বাবার স্বপ্ন পূরণের জন্য ডাক্তার হওয়ার ভান করেন। অধ্যাপকদের একপ্রকার ব্ল্যাকমেল করে মেডিক্যাল কলেজে ভর্তিও হন। তারপর শুরু হয় তাঁর কর্মকাণ্ড। স্বাস্থ্য পরিষেবার বেহাল দিক, চিকিৎসক-রোগীর স ম্পর্কের নানা দিক উঠে আসে ছবিতে। ব্যাপক হিট হয়। সমালোচকরাও ছবির প্রশংসা করেন।

২০০৬ সালে মুক্তি পায় এর সিক্যুয়েল ‘লাগে রহো মুন্না ভাই’। এই ছবিতে মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত মুন্না রেডিও জকির ভূমিকায় অবতীর্ণ হন। জনপ্রিয় হয়ে ওঠে ‘গান্ধিগিরি’ শব্দবন্ধ। এই সময়ে দাঁড়িয়ে মহাত্মা গান্ধি কতটা প্রাসঙ্গিক, ছবিতে সেটাই খুঁজেছেন পরিচালক।

শুধু মুন্না ভাই সিরিজ নয়, ‘থ্রি ইডিয়েটস’, ‘পিকে’, ‘সঞ্জু’ ‘ডানকি’-এর মতো হিট ছবি উপহার দিয়েছেন রাজকুমার হিরানি। তাঁর কোনও ছবিই আজ পর্যন্ত ‘ফ্লপ’ করেনি। বর্তমানে বিক্রান্ত ম্যাসির সঙ্গে একটি স্ট্রিমিং সিরিজে কাজ করছেন পরিচালক। কোনও ছবির ঘোষণা করেননি। মুন্না ভাইকে তিনি আবার কবে বড়পর্দায় আনবেন, এখন তারই অপেক্ষা।