Operation in Kalyani Hospital- ছোট থেকেই তরুণীর মলদ্বার ও যোনিদ্বার ছিল না। পিজি হাসপাতালে মলদ্বারের চিকিৎসা হয়। কিন্তু যোনিদারের সমস্যা ছিল
নদিয়া: কৃত্রিম যোনিদ্বার তৈরি করে নজির সরকারি হাসপাতালে, মাতৃত্বের স্বাদ পেলেন তরুণী। জন্ম দিলেন পুত্র সন্তানের। নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালে ঘটল চিকিৎসা শাস্ত্রে এক বিরল ঘটনা।
পূর্ব বর্ধমানের ধাত্রিগ্রামের বছর ২১-এর বিবাহিতা তরুণী জটিল সমস্যা নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন কল্যাণী জেএনএম হাসপাতালে প্রসূতি বিভাগে।
ছোট থেকেই তরুণীর মলদ্বার ও যোনিদ্বার ছিল না। পিজি হাসপাতালে মলদ্বারের চিকিৎসা হয়। কিন্তু যোনিদ্বারের সমস্যা ছিল। ২০২৩ সালে পিজি হাসপাতালের চিকিৎসক কল্যাণী জেএনএম হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক মৃগাঙ্ক মৌলিক সাহার কাছে চিকিৎসার জন্য পাঠান।
২০২৩ সালে একটি অস্ত্রোপচার করে কৃত্রিম যোনিদ্বার তৈরি করেন চিকিৎসকরা। যোনিদ্বারের সঙ্গে জরায়ুর সংযোগ করেন। এটি মা হতে গেলে অত্যন্ত গুরুত্ব।
সেই অস্ত্রপচারের পর বিবাহিত তরুণী গর্ভবতী হন। গতকাল রাতে একটি পুত্র সন্তানের জন্ম দেন। এই ধরনের সমস্যা এক লাখ মানুষের মধ্যে একজনের হয়। বেসরকারি ভাবে করতে গেলে ব্যয়বহুল। সরকারি হাসপাতালে বিনা ব্যয়ে চিকিৎসা পেয়ে খুশি পরিবার।
Mainak Debnath