ভারতীয় ফুটবল দলের কোচের পদে যোগদানের পর থেকে এখনও পর্যন্ত জয়ের দেখা পাননি জাতীয় দলের নতুন স্প্যানিশ কোচ ম্যানোলো মার্কোয়েজ। আপাতত তিনি এফসি গোয়া দলের সঙ্গে আইএসএলে যুক্ত রয়েছেন। ভারতীয় ফুটবলের ইতিহাসে তিনি বিরল কোচ যিনি একই সঙ্গে জাতীয় দলের কোচিংও করছেন আবার আইএসএলের দলেও কোচিং করছেন। এর আগে বিদেশি কোচদের তো এই সুযোগ সুবিধা ছিল না, আদৌ ভারতীয় কোচরাও এমন সুবিধা পেয়েছে কিনা, তা খতিয়ে দেখতে হবে।
১ দিন এগিয়ে এল ভারতের ম্যাচ-
হাইপ্রোফাইল ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিম্যাচ জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর ম্যানোলো মার্কোয়েজকে কোচের দায়িত্ব দেয় এআইএফএফ। এরপর সিরিয়ার কাছে লজ্জাজনক হারের পাশাপাশি মরিশাসের সঙ্গেও ড্র করেছিল ভারত, পারফরমেন্সে তেমন উন্নতি হয়নি। ভিয়েতনামের বিপক্ষেও গত ম্যাচে নজর কাড়তে পারেনি ছাংতে, রাহুল কেপিরা। এবার ১৮ই নভেম্বর মালেশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে চলেছে ভারতীয় ফুটবল দল।
ফুটবলার ছাড়তে হবে সল দলকে-
এর আগে কথা ছিল এই ম্যাচ হায়দরাবাদের গাচিবৌলি স্টেডিয়ামে হবে নভেম্বরের ১৯ তারিখ। কিন্তু একদিন এগিয়ে আনা হল সেই ম্যাচের দিন। যেহেতু এই ম্যাচ ফিফার আন্তর্জাতিক উইন্ডোর মধ্যে পড়ছে তাই সব ক্লাবকেই তাঁদের ফুটবলারদের জাতীয় দলের জন্য ছাড়তেই হবে। জাতীয় দলের কোচের পদে আসার পর এটাই ম্যানোলোর চতুর্থ ম্যাচ হতে চলেছে।হায়দরাবাদের মাঠে পারফরমেন্স ভালো নয় ভারতের-
হায়দরাবাদের এই স্টেডিয়ামেই সেপ্টেম্বর মাসে ইন্টারকন্টিনেন্টাল কাপের আয়োজন করা হয়েছিল, ফলে মাঠ এবং পরিবেশ সম্পর্কে ফুটবলাররা বেশ ওয়াকিবহল। তবে সেই মাঠে পারফরমেন্স ভারতের তেমন আশানুরুপ ছিল না, সেটা নিশ্চয় মনে রয়েছে ম্যানোলোর। মরিশাসের সঙ্গে ড্রয়ের পর জাতীয় দলের কোচ বলেছিলেন এর থেকে খারাপ ফুটবল আর ভারত খেলবে না, কারণ হাতে প্রস্তুতির পর্যাপ্ত সময় পায়নি তাঁরা। যদিও পরের ম্যাচে সিরিয়ার বিপক্ষে আরও খারাপভাবে হেরে ম্যানোলোর ছেলেরা কোচের কথাকে ভুল প্রমাণ করে দিয়েছিলেন।মার্ডেকা কাপে ভারতকে হারায় মালেশিয়া-
ভারতীয় ফুটবলের ফিফা ক্রমতালিকায় বর্তমান স্থান ১২৫ নম্বরে। আর মালেশিয়ার স্থান বর্তমানে ১৩৩ নম্বরে। ভারতীয় ফুটবল দল সামান্য এগিয়ে থাকলেও গত বছর মার্ডেকা কাপে এই মালেশিয়ার কাছেই সেমিফাইনালে হারতে হয়েছিল সুনীলদের। আর ছেত্রীর অবসরের পর ব্লু টাইগার্সদের আক্রমণভাগের যা অবস্থা, তাতে খুব স্বস্তি পাচ্ছেন না ম্যানোলো মার্কোয়েজ, তা বলাই যায়।
(Feed Source: hindustantimes.com)