Mir on Trump Win: ‘ফের ভারতে এসে বিবেকামুন্নন বললে…’, ট্রাম্প জেতার পরেই মীরের খোঁচা!

Mir on Trump Win: ‘ফের ভারতে এসে বিবেকামুন্নন বললে…’, ট্রাম্প জেতার পরেই মীরের খোঁচা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ম্যাজিক ফিগার ২৭০ অতিক্রম করে আমেরিকা যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবারের নির্বাচনে জিতে তিনি হতে চলেছেন সর্ববরিষ্ঠ নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। শুধু তা–ই নয়, ডোনাল্ড ট্রাম্প হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছেন। ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে ট্রাম্পের জয়ের পরেই ফ্ল্যাশব্যাকে ফিরে কিঞ্চিত খোঁচা দিলেন মীর (Mir)।

২০২০ সালের ভারত সফরে এসেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মোতেরা স্টেডিয়ামে ‘বন্ধু’কে সংবর্ধনার ব্যবস্থা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বক্তব্য রাখতে গিয়েই বিভ্রাট। বক্তৃতা দিতে উঠে মঞ্চে স্বামী ‘বিবেকানন্দ’, ‘বেদ’ এবং ‘শচীন তেণ্ডুলকরে’র মতো শব্দের ভয়ংকর উচ্চারণ করেন ট্রাম্প। বিবেকানন্দকে বলেন ‘বিবেকামুন্নন’। এহেন উচ্চারণে রেগে লাল হয়ে যান নেটিজেনরা। অন্যদিকে ওঠে হাসির রোল। এবার ফের হোয়াইট হাউজে ট্রাম্প পা রাখতেই পুরনো সেই স্মৃতি হাতড়ালেন মীর।

বুধবার মীর অভিনেতা তথা সঞ্চালক মীর আফসার আলি লিখেছেন, “জিতেছেন ভালো কথা কিন্তু ফের ভারতে এসে বিবেকামুন্নন বললে রাগ করবো!” মীরের এই পোস্টেই ফের হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এক নেটিজেন লেখেন, ‘তাও হাম্বা হাম্বা খাম্বা খাম্বার থেকে ভালো’। আরেক নেটিজেন লেখেন, ‘মীরদা, ওটা নতুন কিছু না। আমরা পচ্চিমবঙ্গের মানুষ অনেক আবোল তাবোল শুনতে অভ্যস্ত। রাগ করিনা। মজা হয়। মনে হয় লাইভ মীরাক্কেল শুনছি।’ এক ব্যক্তি লেখেন, ‘তখন আমরাও ডোলান্ড বলব’।

(Feed Source: zeenews.com)