ওয়াশিংটন: সব সমীক্ষাকে ভুল প্রমাণ করে দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে প্রত্যাবর্তন ঘটছে ডোনাল্ড ট্রাম্পের। আর দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে একাধিক রেকর্ড গড়লেন তিনি। ৭৮ বছর বয়সে ট্রাম্প আমেরিকার প্রবীণতম প্রেসিডেন্ট নির্বাচিত ব্যক্তি হিসেবে গন্য হলেন। পাশাপাশি, গুরুতর অপরাধ মামলায় দোষী সাব্যস্ত হওয়া কোনও ব্যক্তি এই প্রথম আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। (Donald Trump)
এবারের প্রেসিডেন্ট নির্বাচন একাধিক কারমে আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ। এর আগে, আমেরিকার রাজনীতিতে কখনও এত গভীর মেরুকরণ চোখে পড়েনি। ভারতীয়-আফ্রিকান বংশোদ্ভূত হিসেবে কমলা হ্যারিস এবার ইতিহাস রচনার দোরগোড়ায় ছিলেন। প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন দু’-দু’বার ইমপিচ করা হয় যাঁকে, চার বছরের ব্যবধানে তাঁর ফের ক্ষমতায় ফেরার নজিরও এই প্রথম। (US Presidential Election Results 2024)
এবারের নির্বাচনে একাধিক বিষয়ে প্রথম হয়ে রেকর্ড গড়লেন ট্রাম্প। যেমন-
১) ৭৮ বছরে বয়সে দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ট্রাম্প। এত বেশি বয়সে এর আগে কেউ আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচিত হননি। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, আমেরিকার প্রবীণতম ক্ষমতাসীন প্রেসিডেন্ট।
২) প্রায় ২০ বছর পক এই প্রথম রিপাবলিকান শিবির থেকে কেউ পপুলার ভোটে বিজয়ী হলেন।
৩) গ্রোভার ক্লিভল্যান্ডের পর ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় ব্যক্তি, যিনি একটানা আট বছর, পর পর দুই দফায় ক্ষমতায় না থেকে, চার বছরের ব্যবধানে দ্বিতীয় বার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। আজ থেকে ১৩২ বছর আগে ক্লিভল্যান্ডের ক্ষেত্রে এমনটা ঘটেছিল। প্রথমে ১৮৮৫ থেকে ১৮৮৯ সাল পর্যন্ত পদে ছিলেন তিনি। পরে ১৮৯৩ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত।
৪) ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যাঁকে ক্ষমতাসীন থাকাকালীনই দু’-দু’বার ইমপিচ করা হয়, তাও এবার একটি দফাতেই। প্রথম বার ক্ষমতার অপব্যবহারের জন্য, দ্বিতীয় বার ক্যাপিটল হিল হিংসায় উস্কানি জোগানোর জন্য।
৫) চলতি বছরের গোড়াতেই গুরুতর অপরাধ মামলায় ৩৪টি ধারায় দোষী সাব্যস্ত হন ট্রাম্প। অপরাধ মামলায় দোষী সাব্যস্ত কোনও ব্যক্তি এই প্রথম আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। চলতি বছরের মে মাসেই নিউ ইয়রকে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এখনও পর্যন্ত তার সাজা ঘোষণা হয়নি। ২৬ নভেম্বর পরবর্তী শুনানি রয়েছে। পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল ট্রাম্পের। ২০১৬ সালের নির্বাচনের আগে স্টর্মির মুখ বন্ধ রাখতে টাকা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। পাশাপাশি, ট্রাম্পের বিরুদ্ধে আর্থিক তছরুপ, নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য ফাঁস, যৌন নিগ্রহ, ধর্ষণের অভিযোগও রয়েছে।
৬) নির্বাচনের আগে ট্রাম্পকে দু’-দু’বার খুনের চেষ্টা হয়। গত ১৩ জুলাই পেনসিলভ্যানিয়ার সভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক আততায়ী। ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলিটি। প্রাণে বেঁচে যান তিনি। গত ১৫ সেপ্টেম্বর আবার ফ্লোরিডায় ট্রাম্প যখন গল্ফ খেলছিলেন, AK-47-এর অনুরূপ আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর উপর হামলার চেষ্টা হয়।
(Feed Source: abplive.com)