কলকাতা: ভর সন্ধেয় কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ! অতীতে এমনই এক ভরসন্ধ্যা বেলায় তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে খুন হতে দেখেছিল গোটা বাংলা। একেবারে কাছে এসে তাঁকে গুলি ছুঁড়েছিল দুষ্কৃতী। পরে ফুটেজ যখন প্রকাশ্যে এসেছিল, শিহরিত হয়েছিল প্রত্যেকেই। এদিকে সদ্য উপনির্বাচন হয়ে গিয়েছে বাংলায়। ঠিক এমনই এক আবহে কসবায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলায় নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। কারা কেন এই ঘটনা ঘটিয়েছে ? উঠেছে এই প্রশ্ন।
সূত্র মারফত খবর, ‘কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় বাইকে চেপে হামলার অভিযোগ উঠেছে। প্রথমে সুশান্তর বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করার চেষ্টা করা হয় বলে অভিযোগ।এদিকে প্রথমে গুলি না বেরোনোয় ফের গুলি করার চেষ্টা চালিয়েছে দুষ্কৃতীরা বলে সূত্র মারফত খবর।এরপরেই ধাক্কাধাক্কিতে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে কাউন্সিলরের বাড়ির দরজায়। এই ঘটনায় ইতিমধ্যেই হামলাকারীর মধ্যে অস্ত্র-সহ একজনকে আটক করা হয়েছে। সূত্র মারফত খবর, যাকে আটক করা হয়েছে, তাঁর বাড়ি বিহারে। অপরজনকে খোঁজ করা হচ্ছে।জানা গিয়েছে, কসবায় ভিড়ে ঠাসা শপিং মলের কাছে এই শ্যুটআউটের ঘটনা ঘটেছে। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয়েছে।
ঘড়ির কাটায় ৮ টা ১০ থেকে ১৫ মিনিট। সুশান্ত ঘোষ তিনি তখন নিজের বাড়ির তলায় বসেছিলেন। এবং বেশ কয়েকজন এসেছিলন তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে। অভিযোগ সেইসময়, আচমকাই দুইজন একটি মোটরবাইক নিয়ে আসে। একজন যুবক ওই তৃণমূল কাউন্সিলরের দিকে এগিয়ে আসেন। সুশান্ত ঘোষের কথায়, সন্ধ্যা বেলা যথারীতি আমি যেরকম বসি, সেরকমই বসেছিলাম। হঠাৎ করে একটা বাচ্চা ছেলে সামনের দিকে এগিয়ে আসে। প্রথমে অতোটা খেয়াল করিনি। কিন্তু কাছে এসে হঠাৎ করে, কোমর থেকে একটা মেশিন বার করে আমার বুকের দিকে তাক করে।’
তৃণমূল কাউন্সিলর এরপর বলেন,’ যখন তাক করে, ট্রিগার প্রেস করে, তখনই কোনও কারণে ওটা লক হয়ে যায়। ফায়ারটা হয়নি। তখন আমার পাশে অরিণ ছিল। অরিণ ওকে ধাক্কা মারাতে ও পড়ে যায়। আমিও তখন উঠে গিয়ে দুইজনে এখসঙ্গে তাড়া করি। বাইকে বসা ছেলেনি পালিয়ে যায় গার্ডেন হাইস্কুলের দিকে। পাড়ার ছেলে ও আশেপাশের লোকজন বেরিয়ে এসে ওকে ধাওয়া করে ধরে ফেলে।যে ধরণের অস্ত্র নিয়ে এসেছিল, সেটা কোনও ছিচকের কাজ নয়। ‘ এটা পরিকল্পনা করেই হামলা করা হয়েছে বলে অভিযোগ তাঁর। এটা ‘খুনের’ মোটিভ ছিল বলেই দাবি সুশান্ত ঘোষের।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
(Feed Source: abplive.com)