‘সত্য ঠিক বেরিয়ে আসে’, The Sabarmati Report ছবির প্রশংসা করলেন মোদি

‘সত্য ঠিক বেরিয়ে আসে’, The Sabarmati Report ছবির প্রশংসা করলেন মোদি

নয়াদিল্লি: বলিউডের ছবি The Sabarmati Report-র প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০০২ সালের গোধরা কাণ্ডের উপর নির্ভর তৈরি হয়েছে ছবিটি। গোড়া থেকেই এই ছবি নিয়ে বিতর্ক। ছবিতে একপেশে এবং ভুল তথ্য তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করছেন অনেকে। সেই আবহেই ছবিটির প্রশংসা করলেন মোদি।

এই মুহূর্তে নাইজিরিয়া সফরে রয়েছেন মোদি। সেই সফর চলাকালীনই ছবিটির প্রশংসায় মুখ খুললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় The Sabarmati Files নিয়ে এক ব্যক্তি লেখা পোস্ট করেন। ছবিটি সকলের দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি। তাঁর সেই লেখা রিপোস্ট করে মোদি লেখেন, ‘ভাল বলেছেন। এটা ভাল খবর যে সত্য সামনে আসছে, তা-ও এমন ভাবে যা সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। ভুয়ো আখ্যান সীমিত সময়ই টিকে থাকে। শেষ পর্যন্ত সত্য বেরিয়েই আসে’। মোদির এই প্রশংসাবাক্য আবার রিপোস্ট করেছেন ওই ব্যক্তি।

২০০২ সালের গোধরাকাণ্ড নিয়ে The Sabarmati Report ছবিটি তৈরি করেছেন পরিচালক ধীরজ সরনা। অযোধ্যা ফেরত করসেবকদের ট্রেনের কামরায় আগুন লাগা এবং তার পরবর্তী গুজরাত দাঙ্গার স্মৃতি নতুন করে উস্কে দিয়েছে ছবিটি। যদিও ছবিতে আদৌ কতটা সত্য দেখানো হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।  এমনকি মুখ্য চরিত্রে ছবিতে অভিনয় করেছেন যে বিক্রান্ত ম্যাসি, তাঁর ছবিচয়ন নিয়েও প্রশ্ন উঠেছে।

১৫ নভেম্বর মুক্তি পেয়েছে The Sabarmati Files. তবে প্রশংসার চেয়ে বেশি সমালোচিতই হয়েছে ছবিটি। মুক্তির পর বক্স অফিসে তেমন ঝড়ও তুলতে পারেনি। শুক্রবার মুক্তি পেয়ে প্রথমে ১.৫ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। শনিবার ২ কোটি টাকার ব্যবসা করে। রবিবার কিছুটা বেড়েছে ব্যবসা। আর সেই আবহেই ছবিটির প্রশংসা করলেন মোদি।

২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরা স্টেসনে এসে পৌঁছয় সবরমতী এক্সপ্রেস। স্টেশন ছেড়ে বেরনোর সময় ওই ট্রেনের কয়েকটি কামরায় আগুন লেগে যায়। সবমিলিয়ে ১০ শিশু-সহ ৫৯ জন মারা যান। সেই ঘটনার রেশ থেকেই গুজরাত দাঙ্গার সূচনা। গুজরাত দাঙ্গায় মামলা হয় গুজরাতের তদানীন্তন মুখ্যমন্ত্রী মোদিরও। যদিও পরে সুপ্রিম কোর্টে মোদিকে ক্লিনচিট দেয়।

(Feed Source: abplive.com)