নয়াদিল্ল: বাজারে কোনও সংস্থার একচেটিয়া আধিপত্য রুখতে ‘আলিবাবা’র বিরুদ্ধে পদক্ষেপ করেছিল চিন। এবার একই পথে হাঁটতে চলেছে আমেরিকা। আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের আধিকারিকরা সার্চ ইঞ্জিন জায়ান্ট Google-এর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন। বিচারপতির কাছে আবেদন জানাতে চলেছেন তাঁরা, যাতে Google-কে বাধ্য করা হয় Chrome Browser-টি বিক্রি করে দিতে। এখনও এ নিয়ে কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি যদিও। তবে সত্যিই যদি এমনটা হয়, সেক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ হতে চলেছে। (Google Market Monopoly)
বেআইনি ভাবে Google বাজারে একচেটিয়া আধিপত্য কায়েম করে রেখেছে বলে চলতি বছরের অগাস্ট মাসে রায় দেন আমেরিকার এক বিচারপতি। এবার আরও এক কদম এগিয়ে Alphabet Inc.-র অধীনস্থ Google-এর উপর চাপসৃষ্টি করতে চাইছেন সেদেশের বিচারবিভাগের একাংশ, যাতে Chrome বিক্রি করে দিতে বাধ্য হয় তারা। শুধু তাই নয়, যন্ত্রমেধা নিয়ে কাজ করছে Google, তাদের অ্যান্ড্রয়েড স্মার্টয়ফোন অপারেটিং সিস্টেমের উপরও খাঁড়া নামতে পারে বলে মনে করা হচ্ছে। বিচার বিভাগের একাংশ সেই নিয়ে সুপারিশ করতে চলেছে। (Google Chrome Monopoly)
Google-এর Regulatory Affairs বিভাগেপ ভাইস প্রেসিডেন্ট লি-অ্যান মানহল্যান্ড যে বিবৃতি দিয়েছেন, তাতেও বিষয়টির উল্লেখ রয়েছেম। তাঁর দাবি, এখানে আইন সংক্রান্ত কিছু নেই, বরং আমেরিকার বিচার বিভাগ নিজেদের ‘মৌলবাদী’ অ্যাজেন্ডা নিয়ে এগোচ্ছে। সরকার যেভাবে কাজ করছে, তাতে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মত তাঁর। প্রযুক্তিগত ভাবে গোটা বিশ্বকে যেখানে নেতৃত্ব দেওয়ার কথা আমেরিকার, সরকারি দখলদারি তাতে বাধা সৃষ্টি করছে।
বেআইনি ভাবে Google একচেটিয়া আধিপত্য কায়েম রেখেছে বলে রায় দিয়েছিলেন যুক্তরাষ্ট্রীয় বিচারপতি অমিত মেহতা। তাঁর কাছেই নতুন করে আবেদন জানাতে চলেছেন বিচার বিভাগের একাংশ। এর আগে গত বছর টানা ১০ সপ্তাহ ধরে বিষয়টি শুনানি চলে। শেষ পর্যন্ত এবছর অগাস্ট মাসে Google একচেটিয়া বাজার দখল করেছে বলে রায় দেন বিচারপতি। ২০২৫ সালের অগাস্ট মাসে এ নিয়ে চূড়ান্ত রায় দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী এপ্রিল দুই সপ্তাহ ধরে যে শুনানি রয়েছে, তাতে অন্যদের জায়গা ছাড়তে Google কী কী ব্যবস্থা নিতে পারে, সেই নিয়ে আলোচনা হবে। সেখানেই বোঝা যাবে, Google-কে Chrome বিক্রি করতে হয় কি না।
২০২০ সালে একচেটিয়া বাজারদখল নিয়ে প্রথম Google-এর বিরুদ্ধে মামলা দায়েরক হয়। গত কয়েক দশকে এই প্রথম আমেরিকার কোনও সংস্থার বিরুদ্ধে বেআইনি ভাবে বাজারে একচেটিয়া আধিপত্য কায়েমের অভিযোগ। অন্যদের জন্য Google বাজারে কোনও সুযোগই রাখছে না বলে অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, টাকার জোরেই Google বাজার দখল করে রেখেছে, যে কারণে অন্য সংস্থাগুলি ব্যবসার সমান সুযোগ পাচ্ছে না। বিচারপতি মেহতা সেই সময় জানান, স্মার্টফোন এবং কম্পিউটারে যাতে Google-এর সার্চ ইঞ্জিনই থাকে, আর কেউ যাতে ধারেকাছে না ঘেঁষতে পারে, তার জন্য ২০২১ সালেই শুধুমাত্র ২৬৩০ কোটি ডলার খরচ করে Google.
(Feed Source: abplive.com)