Alibaba-র মতো পরিণতি হবে Google-এর? বেআইনিভাবে বাজার দখলের অভিযোগ, Chrome বিক্রি করে দিতে চাপ
নয়াদিল্ল: বাজারে কোনও সংস্থার একচেটিয়া আধিপত্য রুখতে ‘আলিবাবা’র বিরুদ্ধে পদক্ষেপ করেছিল চিন। এবার একই পথে হাঁটতে চলেছে আমেরিকা। আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের আধিকারিকরা সার্চ ইঞ্জিন জায়ান্ট Google-এর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন। বিচারপতির কাছে আবেদন জানাতে চলেছেন তাঁরা, যাতে Google-কে বাধ্য করা হয় Chrome Browser-টি বিক্রি করে দিতে। এখনও এ নিয়ে কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি যদিও। তবে সত্যিই যদি এমনটা হয়, সেক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ হতে চলেছে। (Google Market Monopoly) বেআইনি ভাবে Google বাজারে একচেটিয়া আধিপত্য কায়েম করে রেখেছে বলে চলতি…