Govinda-Karisma: স্ক্রিনে মাখোমাখো প্রেম ভেঙে খানখান হল হঠাৎই, গোবিন্দার মুখ দেখা বন্ধ করলেন করিশ্মা! এত বছর পর সেই দিনের কথা ফাঁস

Govinda-Karisma: স্ক্রিনে মাখোমাখো প্রেম ভেঙে খানখান হল হঠাৎই, গোবিন্দার মুখ দেখা বন্ধ করলেন করিশ্মা! এত বছর পর সেই দিনের কথা ফাঁস

Bollywood Gossip: রাজা বাবু, কুলি নম্বর ১, হিরো নম্বর ১, হাসিনা মান জায়েগি, এই ছবিগুলি খুবই অত্যন্ত জনপ্রিয় ও হিট৷ এই ছবিগুলিতে করিশ্মা ও গোবিন্দা জুটি ছিল বাম্পার হিট৷ ফলে ভক্তরাও বারবার চাইতেন এই গোবিন্দা-করিশ্মা জুটি থাক অটুট৷

গোবিন্দা-করিশ্মার জুটি ছিল সুপারহিট৷ একের পর এক ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই জুটি৷ কিন্তু একটা সময়ের পর আর গোবিন্দার সঙ্গে কাজ করলেন না করিশ্মা৷ এমনকী তাঁদের প্রায় দেখাই বন্ধ হয়ে গেল৷ কেন হয়েছিল এমন অবস্থা? সম্পর্ক কেন গেল তলানিতে?

রাজা বাবু, কুলি নম্বর ১, হিরো নম্বর ১, হাসিনা মান জায়েগি, এই ছবিগুলি খুবই অত্যন্ত জনপ্রিয় ও হিট৷ এই ছবিগুলিতে করিশ্মা ও গোবিন্দা জুটি ছিল বাম্পার হিট৷ ফলে ভক্তরাও বারবার চাইতেন এই গোবিন্দা-করিশ্মা জুটি থাক অটুট৷

সেভাবেই একের পর এক ছবিতে নিয়মিত দেখা যেত করিশ্মা ও গোবিন্দাকে৷ ফলে তাঁদের মধ্যে সদ্ভাবও ছিল৷ সেই রসায়ন ধরা পড়ত ফিল্মে৷

কিন্তু একটা সময় পর গোবিন্দার সঙ্গ ছাড়েন করিশ্মা৷ কেন? সেটাই বড় প্রশ্ন৷ গোবিন্দার সঙ্গে একের পর এক ছবির অফার তিনি ফেরাতে থাকেন৷ ফলে ভক্তরাও এই হিট জুটিকে দেখতে না পেয়ে কষ্টই পান৷ মোট ১১টি ছবিতে কাজ করেছেন গোবিন্দা-করিশ্মা৷ যার মধ্যে বেশিরভাগই হিট৷

প্রথম দিকে ইন্ডাস্ট্রিতে নতুন হিসেবে সব রকম ছবিতে কাজ করতেন করিশ্মা৷ ফলে প্রচুর হিট দেওয়ার পরও তিনি প্রথম সারির নায়িকা হিসেবে চিহ্নিত হতেন না৷ এরপরই কাজে ধরন বদলানো সিদ্ধান্ত নেন করিশ্মা৷

আরও বড় স্টারদের সঙ্গে কাজের সুযোগ খুঁজতে থাকেন৷ এবং তিনি বলিউড খানদের সঙ্গে কাজের দিকে এগিয়ে যান৷ সলমন, শাহরুখ, আমিরের সঙ্গে তিনি কাজ করেন এবং সেখানেও নিজের অভিনয়ের দাপট দেখান৷

ফলে আর তিনি অনস্ক্রিন গোবিন্দার হিরোইন হতে চাননি এবং চিরতরে ভেঙে যায় গোবিন্দা-করিশ্মার হিট জুটি৷

(Feed Source: news18.com)