বাংলাদেশঃ ‘হৃদয়ের অন্তঃস্থল থেকে সকলের জন্য প্রার্থনা করছি’, বন্যা বিপর্যস্ত বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন জয়া

বাংলাদেশঃ  ‘হৃদয়ের অন্তঃস্থল থেকে সকলের জন্য প্রার্থনা করছি’, বন্যা বিপর্যস্ত বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন জয়া

কলকাতা: বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ (Bangladesh Flood)। সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে সেখানকার সাংঘাতিক পরিস্থিতির ছবিতে। নিজের দেশের জন্য স্বভাবতই চিন্তায় রয়েছেন অভিনেত্রী জয়া এহসান (Jaya Ahsan)। কাজের সূত্রে ভারত ও বাংলাদেশে অবাধ যাতায়াত তাঁর। এদিন নিজের ফেসবুক প্রোফাইলে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী।

চিন্তামগ্ন জয়া এহসান

বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির বেশ কিছু ছবি ও ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জয়া। একইসঙ্গে লম্বা পোস্টে লেখেন তাঁর উদ্বেগের কথা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘দেশের একটি বিভাগের প্রায় ৮০ শতাংশ ডুবে যাওয়ার মতো বন্যা এর আগে বাংলাদেশে হয়নি। সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি।ঝুঁকি এড়াতে বন্ধ করে দেয়া হয়েছে ইলেকট্রিসিটি।ইন্টারনেট এমনকি দেশের অন্যান্য জায়গা থেকেও তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে হৃদয়ের অন্তস্থল থেকে সকলের জন্য প্রার্থনা করছি, শীঘ্রহই প্রকৃতির এই ভয়াবহতা কেটে যাক, সিলেট ও সুনামগঞ্জের সকল মানুষ, পশুপাখি সুরক্ষিত থাকুক। প্রশাসনের সাথে সাথে আমরাও যেন আমাদের সাধ্যমতো তাদের পাশে থাকতে পারি সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। দেশের সকলেই এগিয়ে আসুন এবং সকলে মিলে একসাথে এই ভয়াবহ পরিস্থিতি যেন কাটিয়ে উঠতে পারি এই প্রার্থনা করি।’ (অপরিবর্তিত)

এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া টোল ফ্রি নম্বরও শেয়ার করেন অভিনেত্রী।

বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে, বন্যার ফলে সিলেট এবং সুনামগঞ্জ গোটা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একাধিক হাসপাতালের ভিতরও জল ঢুকে গিয়েছে। চিকিৎসা পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। জলবন্দি হয়ে রয়েছেন এখনও বহু মানুষ। পানীয় জলও পাচ্ছেন না তাঁরা। খাবার তো দূরের কথা। তাঁদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য প্রশাসনের। সব মিলিয়ে ভোগান্তি চরম আকার ধারণ করেছে বাংলাদেশে।

প্রসঙ্গত, এর আগে, মে মাসেই সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি দেখা দেয়। তার পর ফের জলের তলায় চলে যায় বিস্তীর্ণ এলাকা। ফের বন্যার প্রকোপ সেখানে। সবমিলিয়ে এ বার সেখানে  ৪০ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

(Source: abplive.com)